Central Industrial Security Force (CISF) তে কর্মী নিয়োগ: Central Industrial Security Force (CISF) এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য মহিলা ও পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজে এখানে আবেদন জানাতে পারেন।
Central Industrial Security Force (CISF) তে কর্মী নিয়োগ
পোস্ট তারিখ: 30.10.2023
বিজ্ঞাপন নং: সঠিক ভাবে উল্লেখ করা নেই।
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য লাগবে চাকরি প্রার্থীর একটি বৈধ মোবাইল নং এবং ইমেল আইডি। এছাড়াও লাগবে, চাকরিপ্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস্।
আবেদন পদ্ধতি: প্রথমে এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.cisf.gov.in এ গিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তার পর লগইন করে নির্ভুল ভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে। দিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন মূল্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।
কোন সংস্থা নিয়োগটি করছে: Central Industrial Security Force (CISF)
প্রার্থী বাছাই পদ্ধতি: Trial Test, Proficiency Test এবং Physical Standard Test এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: 215টি।
কোন পদে নিয়োগ হবে:
Head Constable (Genaral Duty).
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর পাশাপাশি আবেদনকারী চাকরিপ্রার্থীদের রাজ্য অথবা জাতীয় স্তরে খেলায় পুরস্কৃত থাকতে হবে।
বেতনক্রম: এখানে পে লেভেল 4 অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা: এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স 2023 সালের হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য: General,EWS,OBC পুরুষ প্রার্থীদের 100 টাকা এবং SC,ST,PWD এবং Women প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ: 29.11.2023
অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন আবেদন
আরও পড়ুন: Co-operative Bank এ কর্মী নিয়োগ