sarkari chakri:

Co-operative Bank এ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়

Co-operative Bank এ কর্মী নিয়োগ: Co-operative Bank এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবেই ত্রিপুরা রাজ্যের কো-অপারেটিভ ব্যাংক। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরি এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

Co-operative Bank এ কর্মী নিয়োগ

Co-operative Bank এ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়
Co-operative Bank এ কর্মী নিয়োগ

পোষ্ট তারিখ: 28.10.2023

বিজ্ঞাপন নং: সঠিক ভাবে উল্লেখ করা নেই।

কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীর একটি বৈধ্য মোবাইল নং ও ইমেইল আইডি লাগবে, এছাড়াও লাগবে, চাকরিপ্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস্।

আবেদন পদ্ধতি: প্রথমে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্যাদি সহকারে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউসার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটি মনোযোগ সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে, তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে শেষে আবেদনমূল্য দিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে।

কোন সংস্থা নিয়োগটি করছে: Tripura Co-operative Bank.

মোট শূন্যপদ: 156টি।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

কোন কোন পদে নিয়োগ হবে:

  1. Assistant Manager : 50টি শূন্যপদ।

বেতনক্রম: মাসিক 42,900 টাকা দেওয়া হবে এখানে প্রার্থীদের।

  1. Cash Cum Genaral Clerk – 78টি শূন্যপদ।

বেতনক্রম: মাসিক 27,300 টাকা দেওয়া হবে এখানে প্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা: উপরোক্ত দুটি পদের ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েশন পাস থাকতে হবে এবং কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে।

3.Multi Tasking Stuff – 28টি।

বেতনক্রম: মাসিক 16,500 টাকা দেওয়া হবে এখানে প্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে।

বয়স: উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের বয়স 2023 সালের হিসেবে 40 বছরের মধ্যে হতে হবে।

আবেদনের শেষ তারিখ: 28/11/2023

আবেদন মূল্য: জেনারেল শ্রেণীর প্রার্থীদের 1000 টাকা এবং অন্যান্য সকল শ্রেণীর প্রার্থীদের 850 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য্য করা হয়েছে।

অফিসিয়াল নোটিশ

অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন আবেদন

আরও পড়ুন: Export import Bank of India তে কর্মী নিয়োগ

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment