মাধ্যমিক পাশে SSC GD Constable নিয়োগ: স্টাফ সিলেকশন কমিটির তরফ থেকে ফের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতার বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিটি। পশ্চিমবঙ্গ কিংবা ভারতে যে কোন জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য পুরুষ ও মহিলা নির্বিশেষে সবাই আবেদন জানাতে পারেন। সুতরাং যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল যার মাধ্যমে তারা খুব সহজেই এখানেই আবেদন জানাতে পারে।
মাধ্যমিক পাশে SSC GD Constable নিয়োগ
পোস্ট তারিখ: 24.11.2023
বিজ্ঞাপন নং: PPI03/17/2023-PP_1
কোন সংস্থা নিয়োগটি করছে: Staff Selection Comission (SSC).
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরির জন্য। আবেদনের জন্য চাকরি প্রার্থীর একটি বৈধ্য মোবাইল নং, ইমেইল আইডি,পাসপোর্ট ছবি লাগবে।এছাড়াও লাগবে চাকরি প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতায় ডকুমেন্টস।
আবেদন পদ্ধতি: প্রথমে স্টাফ সিলেকশন কমিটির অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in তে ভিজিট করতে হবে। তার পর এপনি যদি এর আগে ssc এর ওয়েবসাইটে আগে রেজিস্ট্রেশন না করে থাকেন মনে আপনি যদি একদম নতুন ক্যান্ডিডেট হন, তাহলে আপনাকে প্রথমে যাবতীয় তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে পূরণ করতে হবে।দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। তার পর আবেদন মূল্য পেমেন্ট করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে CBT পরীক্ষা তার পর Physical Test নেওয়া হবে।সেখানে উত্তীর্ণ প্রার্থীদের মেডিক্যাল টেস্ট এবং শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: 26146টি।
কোন কোন পদে নিয়োগ হবে – এখানে মোট 7 ধরনের পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। যথা –
1.BSF – 6174টি
2.CISF – 11025টি
3.CRPF – 3337টি
4.SSB – 635টি
5.ITBP – 3189টি
6.Assam Rifles – 1490টি
7.SSF – 296টি।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে।
বয়সসীমা: উপরিউক্ত সমস্ত পদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 23 বছর বয়স হতে হবে।
বেতনক্রম: এখানে নির্বাচিত সমস্ত প্রার্থীদের 22,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।
কাজের স্থান: সারা ভারত জুড়ে।
আবেদন মূল্য: SC,ST,EWS এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না, এছাড়াও অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে মেট্রো 100 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: 31.12.2023
আরও পড়ুন: মাধ্যমিক পাশে AIIMS এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি