Steel Authority of India Limited এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি: Steel Authority of India Limited (SAIL) এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় SAIL এ ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Steel Authority of India Limited (SAIL) । পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোন জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।
Steel Authority of India Limited এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
পোস্ট তারিখ: 23.12.2023
বিজ্ঞাপন নাম্বার : PER/REC/C-96(MTT)
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লাগবে। সঙ্গে লাগবে চাকরিপ্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার নথিপত্র।
আবেদন পদ্ধতি: এখানে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের Steel Authority of India Limited এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর user id এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর আবেদন পত্রটিকে মনোযোগ সহকারে পূরণ করার পর যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আবেদন মূল্য জমা দিলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যাবতীয় তথ্যাদি প্রিন্ট আউট করে রাখতে হবে। আর একটা কথা বলে রাখি যে, আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
কোন সংস্থা নিয়োগটি করছে: Steel Authority of India Limited (SAIL)
মোট শূন্য পদ: মোট শূন্য পদ আছে 92 টি
মাসিক বেতন : এখানে প্রার্থীদের ৫০,০০০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
কাজের স্থান : ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ হবে: ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainees পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাস যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা: এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য : জেনারেল ওবিসি, EWS প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য 700 টাকা এবং SC/ST , PwBD, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য 200 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ : 31.12.2023
আরও পড়ুন: Indian Oil corporation Limited এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি