Sahara Refund পোর্টালে আবেদন করেও যদি টাকা ফেরত না পান তাহলে করে নিন এই কাজ

Sahara Refund পোর্টালে আবেদন করেও যদি টাকা ফেরত না পান তাহলে করে নিন এই কাজ: ভারতীয় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সাহারা ইন্ডিয়াতে যে সকল কোটি কোটি বিনিয়োগকারীর কষ্টের অর্থ রয়েছে, সেগুলি ফেরত পাওয়ার জন্য সাহারা রিফান্ড পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে প্রতিটি বিনিয়োগকারীদের আগামী 45 দিনের মধ্যেই টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। সরকার আশ্বাস দেয় যে, বিনিয়োগকারীরা শীঘ্রই তাদের কষ্টের উপার্জিত অর্থ ফেরত পাবেন।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

Sahara Refund পোর্টালে আবেদন করেও যদি টাকা ফেরত না পান তাহলে করে নিন এই কাজ

Sahara Refund পোর্টালে আবেদন করেও যদি টাকা ফেরত না পান তাহলে করে নিন এই কাজ
Sahara Refund পোর্টালে আবেদন করেও যদি টাকা ফেরত না পান তাহলে করে নিন এই কাজ

কেন্দ্রীয় সরকার জানিয়েছেন যে, যে সমস্ত বিনিয়োগকারী রিফান্ডের প্রথম পর্যায়ে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই 10 – 20 হাজার টাকা ফেরত পেয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু এর মধ্যেও অনেক বিনিয়োগকারী জানিয়েছেন যে, তারা নাকি রিফান্ড পোর্টালে আবেদনের 45 দিনের পরেও নিজের টাকা ফেরত পাননি।

আপনি যদি এমন বিনিয়োগকারীদের একজন হয়ে থাকেন তবে আর চিন্তা করতে হবে না, এই ধরনের বিনিয়োগকারীদের আবার অর্থপেদির জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। এখানে দ্বিতীয়বার রিফান্ড পোর্টালে আবেদনের সময় কিন্তু প্রথমবারের মতোই সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে পূরণ করে সঠিকভাবে আবেদন করতে হবে। যদি কোন রকম ভুল ভ্রান্তি আবেদনের সময় হয়ে থাকে তাহলে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছেন সরকার।

এখনো পর্যন্ত সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা 19,999 টাকা পর্যন্ত রিফান্ডের দাবি করতে পারবেন। এই সম্বন্ধে সাহারা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে আপডেট করা হয়েছে, এছাড়াও রিফান্ড সম্পর্কিত আরো নানারকম তথ্য ও আপডেট করা হয়েছে পোর্টালে। পোর্টালে বলা হয়েছে যে, ৪৫ দিন পরেও যদি আবেদনকারীর টাকা ফেরত না আসে তাহলে তাকে দ্বিতীয়বার আবেদন করতে হবে তো বটেই এর পাশাপাশি যে সকল আবেদনকারীর কিছু ভুলের কারণে টাকা আটকে গেছে, এইসব আবেদনকারীদের ভুলগুলিকে সংশোধন করে নতুন আবেদন জমা করতে বলা হয়েছে।

*Sahara India পোর্টালে কিভাবে রিফান্ডের জন্য আবেদন করবেন?
সাহারা ইন্ডিয়া পোর্টালে রিফান্ড পাওয়ার জন্য আবেদন করুন এইভাবে ধাপে ধাপে –

  1. প্রথমে সাহারা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (https://mocrefund.crcs.gov.in/) তে ভিজিট করতে হবে।
    2.সেখানে গিয়ে Depositor Register অপশনে ক্লিক করতে হবে।
  2. সেখানে আবেদনকারীর আধারের শেষ চারটি সংখ্যা এবং আধার লিঙ্ক মোবাইল নং টি লিখে সাবমিট করতে হবে।
  3. তারপর নতুন পেজে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সে ওটিপিটি সাবমিট করতে হবে।
  4. তারপর একটি আবেদন ফরম পাওয়া যাবে সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে।
  5. তারপর ফর্মে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে।
  6. দিয়ে ফিলাপ করা ফর্ম এবং সাহারা বিনিয়োগের মেম্বারশিপ নম্বরের রশিদ স্ক্যান করে আপলোড করতে হবে।
  7. তারপর সমস্ত তথ্য ভেরিফাইয়ের পর যদি ঠিকঠাক হয়, তাহলে আগামী 45 দিনের মধ্যে আবেদনকারী টাকা তার একাউন্টে পৌঁছে যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন: India Post Payment Bank এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment