রাজ্যে গ্রুপ সি, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ: বিশ্বভারতীর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রথীন্দ্রনাথ কৃষিবিজ্ঞান কেন্দ্র। পশ্চিমবঙ্গে যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজে এখানে আবেদন জানাতে পারেন।
রাজ্যে গ্রুপ সি, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
বিজ্ঞাপন নং:- RKVK/1/2023
পোস্ট তারিখ:- 20.12.2023
কোন সংস্থা নিয়োগটি করছে:- বিশ্বভারতীর অন্তর্গত রথীন্দ্রনাথ কৃষি বিজ্ঞান।
কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:- এখানে সম্পূর্ণভাবে অফলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থী সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার বৈধ নথিপত্র, পরিচয় পত্রে নথিপত্র, বৈধ মোবাইল নং, ইমেল আইডি লাগবে। এছাড়াও লাগবে পাসপোর্ট সাইজের ছবি ।
আবেদন পদ্ধতি:- সবার আগে এই নিয়োগে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে আবেদন ফরমটি দেওয়া রয়েছে। সেটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সমস্ত তথ্য সহযোগে আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্ট জেরক্স করে একটি খামের মধ্যে পড়তে হবে এবং ফর্মে একটি পাসপোর্ট সাইজের ছবিও লাগিয়ে দিতে হবে। তারপর আবেদন পত্রটিকে নির্দিষ্ট ঠিকানায় সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানো ঠিকানা:- Principal, Palli Siksha Bhavana, Visya-Bharati, P.O-Sriniketan, Dist-Birbhum, Pin-731236(W.B).
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে মোট 5 ধরনের পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সেগুলি হলো:-
1.Subject Matter Specialist (Home Science, Horticulture,Fisheries) – 3টি শূন্যপদ
যোগ্যতা:- এখানে আবেদনের জন্য।চাকরিপ্রার্থীদের মাস্টার্স বিষয়ে ডিগ্রি পাশ থাকতে হবে।
2.Asiatant – 1টি শূন্যপদ।
যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীকে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
3.Stenographer – 1টি শূন্যপদ।
যোগ্যতা:- নূন্যতম উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে আবেদনকারী চাকরিপ্রার্থীদের এবং এর পাশাপাশি স্টেনোগ্রাফি তে দক্ষতা থাকতে হবে।
4.Program Assistant – 1টি শূন্যপদ।
যোগ্যতা: হর্টিকালচার বিষয়ে গ্রাজুয়েশন পাস থাকতে হবে।
5.Skilled Support Staff – 1টি শূন্যপদ।
যোগ্যতা:- মাধ্যমিক পাস থাকতে হবে আবেদনকারী চাকরিপ্রার্থীদের এখানে।
বয়স:- প্রথম পদটিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের 40 বছর, 2 নং ও 4 নং পদের জন্য 35 বছর এবং 3 নং ও 5 নং পদের জন্য 32 বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতন:- Subject Matter Specialist (Home Science, Horticulture, Fisheries) এই পদের জন্য Pay Level 10 অনুযায়ী,
Asistant ও Programme Aisitant পদের জন্য Pay Level 6 অনুযায়ী,
Stenographer পদের জন্য Pay Level 4 এবং
Skilled Supporting Staff পদে জন্য Pay Level 1 অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে আবেদনকারী চাকরিপ্রার্থীদের।
আবেদন মূল্য:- পদ অনুযায়ী আবেদন মূল্যের তফাত রয়েছে, বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
আবেদনের শেষ তারিখ:- 21.01.2024
আরও পড়ুন: Sports Authority of India তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি