sarkari chakri:

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ:- রাজ্যের পণ্ডিত রঘুনাথ মুর্মু স্কুলের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় 2টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ সরকারের Office of the Project Officer Cum District Welfare Officer, Alipurduar । পশ্চিমবঙ্গে যেকোনো জেলা থেকে শুধুমাত্র পুরুষ উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজে এখানে আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- পন্ডিত রঘুনাথ মুর্মু স্কুল তাদের নোটিশ এর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। যেটা আপনাদের সুবিধার্থে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশটি একবার দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞাপন নং:- 78/112(PODWO/BCWA)

পোস্ট তারিখ:- 25.01.2024

কোন সংস্থা নিয়োগটি করছে:- পন্ডিত রঘুনাথ মুর্মু স্কুল।

কোন পদ্ধতি মাধ্যমে আবেদন জানাতে হবে:- এখানে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণভাবে অফলাইন পদ্ধতি মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর তার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয় পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নং, ইমেইল আইডি ইত্যাদি লাগবে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরির জন্য চাকরি প্রার্থীদের আলাদাভাবে কোনো রকম আবেদন জানাতে হবে না। সরাসরি চাকরিপ্রার্থীরা এই বিজ্ঞপ্তি যে অফিশিয়াল রয়েছে তার 3 নং পাতায় আবেদন ফরমটি দেওয়া রয়েছে। সেদিকে ডাউনলোড করে ফিলাপ করতে হবে সমস্ত রকম তথ্য সহযোগে। তারপরে ইন্টারভিউয়ের দিন যথাস্থানে সময়মত ফিলাপ করার ফর্ম ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে ।

ইন্টারভিউয়ের ঠিকানা:- Office of the Additional District Magistrate (Dev.) Chamber, Alipurduar Room No 608, 6th Floor Doors Kanya,Integrated Administratative Building, Alipurduar (W.B)

ইন্টারভিউ এর তারিখ:- 06.02.2024 সকাল 11 টা।

মোট শূন্যপদ:- 2টি

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে মোট 2 ধরনের পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Cook – 1টি শূন্যপদ

2.D.C.N.G – 1টি শূন্যপদ

যোগ্যতা:- এখানে আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে।

বয়স:– আবেদনকারী প্রার্থীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন:- ওপরে উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই নিযুক্ত প্রার্থীদের মাসিক 3500 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:- আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:- এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ:– 06.02.2024

অফিসার নোটিশ ও আবেদন ফর্ম

অফিসিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, শূন্যপদ 5500 টি

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment