কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ: Kolkata Metro Rail Corporation Limited এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কলকাতা মেট্রোতে Signal and Telecom দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।
কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ
পোস্ট তারিখ– ২৮.০৪.২০২৪
বিজ্ঞাপন নাম্বার– KMRCL/GM/Admin/GM(S&T)/DEP/2024
কি পদ্ধতিতে আবেদন করবেন– সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস।
কিভাবে আবেদন করবেন– প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইন্টারভিউয়ের জন্য নিচের দেওয়া ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান : General Manager (Admin & HR), Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata- 700002
আরও পড়ুন: কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ
প্রার্থী বাছাই পদ্ধতি– ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে
কোন সংস্থা নিয়োগ করছে– Kolkata metro rail corporation Limited (KMRCL)
পদের নাম– General Manager Signal and Telecom দপ্তরে কর্মী নিয়োগ করা হবে ।
কাজের স্থান– পশ্চিমবঙ্গের কলকাতায় কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ– মোট শূন্যপদ ফাঁকা আছে ০১টি
বেতন– সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীদের রেলওয়ে সিগন্যাল এবং টেলিকম দপ্তরে 20 বছরের কাজের দেখাশোনার অভিজ্ঞতার থাকতে হবে।
বয়স– আবেদনকারী বয়সসীমা ৫৫ বছরের মধ্যে হতে হবে।
জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে
আবেদন মূল্য– কোন আবেদন মূল্য লাগবেনা
ইন্টারভিউ এর তারিখ : ২১.০৫.২০২৪