জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ: Navel Dockyard এর পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে ৩০১টি শূন্যপদে জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী। কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।
জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়ো
পোস্ট তারিখ– ১৬.০৩.২০২৪
বিজ্ঞাপন নাম্বার– CBC0702/11/011Q/2324
কি পদ্ধতিতে আবেদন করবেন– সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস
কিভাবে আবেদন করবেন– আবেদনকারী প্রার্থীদের Navel Dockyard এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র টিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০.০৫.২০২৪
কোন সংস্থা নিয়োগ করছে– Navel Dockyard, Mumbai
পদের নাম– ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক, যন্ত্রবিদ, ইলেকট্রনিক্স মেকানিক, instrument মেকানিক, এম এম টি এম, চিত্রকর, প্রস্তুতকারক, ইলেকট্রোপ্লেটার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাসযোগ্যতা থাকতে হবে সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ থাকতে হবে।
আরও পড়ুন: কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ
বেতন– বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন দেওয়া হবে। আরো বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
কাজের স্থান– ভারতের জাহাজ বন্দরে নিয়োগ করে নেওয়া হবে
শূন্যপদ– সব কয়টি পদ মিলিয়ে মোট শুন্যপদ আছে ৩০১ টি। বিভিন্ন পদের ভাগ জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়স– আবেদনকারীর বয়স সীমা সর্বনিম্ন ১৪ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
কর্মী বাছাই পদ্ধতি : আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে
আবেদনের শেষ তারিখ– ১০.০৫.২০২৪