Manufacturing Company Job: Rubber Manufacturing Company এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস যোগ্যতায় রাবার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতায় কর্মী নিয়োগ করা হবে এখানে। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারে।
Manufacturing Company Job

পোষ্ট তারিখ: ০১.০৫.২০২৪
আবেদন পদ্ধতি: প্রার্থীদের এখানে নিচের দেওয়া মোবাইল নাম্বারে আবেদনপত্র জমা দিতে হবে তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে
আরও পড়ুন: ভারতীয় জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ
নির্বাচন প্রক্রিয়া: কাজের দক্ষতা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস এছাড়াও প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে এখানে প্রার্থীর আবেদন করতে জানাতে পারবেন
পদের নাম: ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার নিয়োগ করা হবে।
মাসিক বেতন: মাসিক ১০৮০০ টাকা বেতন দেয়া হবে, সেইসঙ্গে PF, ESI এর ব্যবস্থা রয়েছে, কর্মীদের দু টাইম খাবার দেওয়া হবে
কাজের স্থান: পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ করা হবে
কাজের সময়: সকাল ০৮ টা থেকে রাত্রি ০৮ টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘন্টা কাজ করতে হবে
বয়স: এখানে আবেদনকারীর বয়সসীমা ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে
আবেদনপত্র পাঠানোর জন্য ফোন নাম্বার: 7001809367 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদনপত্র পাঠাতে হবে
ইন্টারভিউ এর তারিখ: আগামী ০২ রা এবং ০৩ রা মে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে
Regards:
Samik Sarkar
Senior Executive_Recruitments
Genius Consultant Ltd.
7001809367
আরও পড়ুন: Good Day বিস্কুট ফ্যাক্টরিতে হেল্পার নিয়োগ

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.