WBPSC Food SI Result: দীর্ঘ একটা সময়ের অপেক্ষার পর এবার পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো, গত বছর ঘোষণা করা হয়েছিল যে রাজ্যে বেশ কিছু শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। চলতি বছরের মার্চ মাস নাগাদ ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। যেখানে শূন্যপদ ছিল 500 এরও কম, যার জন্য অংশগ্রহণ করেছিল প্রায় 14 লক্ষ পরীক্ষার্থী।
WBPSC Food SI Result

সুতরাং, এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে একটা বেশ কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে সেটা বলাই বাহুল্য। মার্চ মাসে পরীক্ষার পর সম্প্রতি ফলাফল ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC)। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে,কিভাবে আপনার অর্থাৎ 2018 সালে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা কিভাবে তাদের নিজেদের রেজাল্ট দেখে নিতে পারেন।
আরও পড়ুন: যোগ্য অযোগ্য প্রার্থী আলাদা করবে স্কুল সার্ভিস কমিশন
Food SI পরীক্ষার ফলাফল চেক করার পদ্ধতি:-
ইতিমধ্যেই ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেয়া হয়েছে পরীক্ষার্থীরা সেই ওয়েবসাইট দ্বারা নিজেদের ফলাফল জেনে নিতে পারেন। কিভাবে আপনারা এই রেজাল্ট চেক করবেন সেটা এই প্রতিবেদনে নিম্নে ধাপে ধাপে আলোচনা করা হলো-
(1) পরীক্ষার্থীদের সবার আগে রেজাল্ট দেখার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
(2) তারপর সেখানে Latest News এর অন্তর্গত Sub Ordinate Food and Supplier Service, Grade-III লেখার পাঁচে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে
(3) তারপর নতুন পেজে WB FOOD SI RESULT অপশনে ক্লিক করতে হবে
(4) ওখানে নিজের নাম ও রোল নাম্বার দিয়ে আপনারা সরাসরি রেজাল্টটি দেখে নিতে পারবেন

Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 1 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us