আইআইটি মাদ্রাজ: দেশের শিক্ষার্থীদের জন্য বেরিয়ে এখন একটি নতুন সুখবর। IIT Madras এর প্রবর্তক Technology Foundation এর তরফে একটি বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে দেশের যুবকদের কর্মক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার জন্য । কত শতাংশ নম্বর পেলে এই প্রশিক্ষণে আবেদন করা যাবে? কত দিনের হবে এই এই প্রশিক্ষণ শিবির? এখানে আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে? কি কি শেখানো হবে এখানে? আবেদন মূল্য কি হবে এখানে? এখানে আবেদনের শেষ তারিখ কবে? ইত্যাদি সমস্ত বিষয় আমরা এখানে বিস্তারিত ভাবে আলোচনা করব। সুতরাং, আর দেরি না করে দেখে নিন সমস্ত বিষয়।
আইআইটি মাদ্রাজ
এই প্রশিক্ষণ শিবিরে আবেদন করার জন্য যোগ্যতা:-
এখানে আবেদনের জন্য শিক্ষার্থীদের 2023 বা 2024 সালে পদার্থবিদ্যা,রসায়ন,কম্পিউটার সায়েন্স, গণিত, বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে স্নাতক পাস থাকলে এখানে আবেদন করা যাবে।
স্নাতক নিয়ে কত শতাংশ নম্বর পেতে হবে?
এখানে আবেদন করার জন্য নূন্যতম 60% নম্বর নিয়ে পাস থাকতে হবে।
কত দিনের হবে এই প্রশিক্ষণ শিবির?
মোট 3 মাস ধরে IIT মাদ্রাজ এর তরফ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
কি কি এখানে শেখানো হবে?
এখানে আবেদনকারী শিক্ষার্থীদের Cloud Fundamental, Ticketing Tools, Networking Essentials, Storage and Backup Fundamentals, Linux and Eindows Basic শেখানো হবে।
আরও পড়ুন: বার্ষিক ৮০০ টাকা অনুদান দেবে রাজ্য সরকার
প্রশিক্ষণ শিবির কবে থেকে শুরু হবে?
এখানে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- আইআইটি মাদ্রাজ এর তরফ থেকে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
এখানে আবেদন মূল্য কত দিতে হবে?
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।