হলদিয়া বন্দরে কর্মী নিয়োগ: হলদিয়া শিল্পাঞ্চলের এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে হলদিয়া শিল্পাঞ্চল । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
হলদিয়া বন্দরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- হলদিয়া শিল্পাঞ্চল এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন।
বিজ্ঞাপন নং:– SCON/2024-2025/01
নিয়োগকারী সংস্থা:– হলদিয়া শিল্পাঞ্চল
কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের “Unskilled Worker” পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা:- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে ।
বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীকে আলোচনার সাপেক্ষে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- এখানে অফলাইনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনের জন্য একটি বায়োডাটা ও যোগ্যতার ডকুমেন্টস সহযোগে আবেদনপত্র বানিয়ে সেটা নিম্নে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:– BBC CONSTRUCTION, Camp Office : 1OC Gate No 1, Haldia Oil Refinery, First – Purba Medinipur, Pin – 721606
মোট শূন্যপদ:- এখানে মোট 214 টি শূন্যপদ রয়েছে।
আবেদনের শেষ তারিখ:- 06.07.2024
Arabinda Shai
Ph 9836352347
Please job details..