রেশন কার্ডে এটি না করলে আর পাবেন না রেশন সামগ্রী

রেশন কার্ডে এটি না করলে আর পাবেন না রেশন সামগ্রী: যে সকল ব্যাক্তিরা এখনো পযন্ত রেশন কার্ডে kyc করেননি , তাদের সরকারের তরফ থেকে দেওয়া হলো বিশেষ সতর্কবার্তা। যার মাধ্যমে সাধারণ জনগণকে রেশন কার্ডের kyc করতে বলা হচ্ছে। এটি না করলে তারা পরবর্তী কালে আর রেশন সামগ্রী পাবেন না। কিভাবে আপনারা এটি সম্পূর্ণ করবেন,কেন এই নতুন পদ্ধতির অবলম্বন করা হচ্ছে। ইত্যাদি বিষয় আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন কার্ডে এটি না করলে আর পাবেন না রেশন সামগ্রী

রেশন কার্ডে এটি না করলে আর পাবেন না রেশন সামগ্রী: Ration Card Update
Ration Card Update

দেশের দরিদ্র মানুষদের সরকার রেশন প্রদান করে থাকে। করোনা অন্তর্বর্তীকালীন সময় থেকে বিনামূল্যে বা অল্প টাকার মাধ্যমে সাধারণ মানুষকে এই রেশন পরিষেবা দিয়ে আসছে সরকার। তবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী রেশন দোকান থেকে রেশন পেতে গেলে e-KYC করা বাধ্যতামূলক। যারা এখনো পর্যন্ত এটি করেনি তারা দ্রুত করে ফেলুন কারণ সময় খুব কম।

e KYC করার জন্য আপনি যেখান থেকে রেশন গ্রহণ করেন সেই রেশন দোকানে যেতে হবে। সেখানে রেশন ডিলার POS মেশিনে আপনার আঙুলের ছাপ দিয়ে আপনার ই-কেওয়াইসি করিয়ে দেবে। আপনার পরিবারের যেসব সদস্যের নাম রেশন কার্ডে রয়েছে তাদের ই-কেওয়াইসি করাও বাধ্যতামূলক। রেশন নিয়ে অনেক কারচুপি হাওয়ায় সরকার এই নতুন পদ্ধতি চালু করেছে। আবার অনেকে মৃত ব্যক্তির নামে রেশন তুলে থাকে তাই এইসব অনৈতিক কাজ বন্ধ করতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রত্যেক রেশন কার্ডধারী ব্যাক্তি বিনামূল্যে e KYC করতে পারবে এর জন্য কোন প্রকার অর্থ লাগবে না। কিন্তু কেউ যদি ই কেওয়াইসি না করেন তাহলে পরবর্তীতে সে আর রেশন পাবে না। e KYC করার শেষ তারিখ হল ৩০ জুন ২০২৪। এই নির্দিষ্ট তারিখের মধ্যে কেউ যদি ই কেওয়াইসি না করে তাহলে পরের মাস থেকে সে আর রেশন পাবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়ে একটি সতর্কতাবাণী অবশ্যই মনে রাখা উচিত যে ই কেওয়াইসি সংক্রান্ত কোনো মেসেজ যদি কারো ফোনে যায় এবং কোন লিংকে ক্লিক করার কথা বলে তাহলে এই সমস্ত মেসেজগুলো সম্পূর্ণ এড়িয়ে চলবেন কারণ ই কেওয়াইসি শুধুমাত্র ডিলার এর কাছে করা হয়। তাই এই সমস্ত বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং নির্দিষ্ট পথে ঝামেলা মুক্তভাবে রেশন কার্ডের ই কেওয়াইসি করুন।

KYC করার পদ্ধতি :-

এটি আপনারা বাড়িতে বসেই করে নিতে পারেন। এটি করার জন্য আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আঁধার ভেরিফিকেশনের মাধ্যেমে করতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment