কৃষক বন্ধু প্রকল্পতে স্ট্যাটাস চেক: পশ্চিমবঙ্গের সকল জনসাধারণের উপকারের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। যেমন ধরুন যুবশ্রী প্রকল্প , লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প , সবুজ সাথি প্রকল্প ইত্যাদি প্রকল্প চালু হয়েছে।
কৃষক বন্ধু প্রকল্পতে স্ট্যাটাস চেক
রাজ্য সরকারের এমনি একটি বেশ জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। যার মাধ্যমে কৃষকদের এখন বছরে 10000 টাকা পযন্ত দেওয়া হয়। প্রথম কিস্তিতে 5000 টাকা এবং পরবর্তী কিস্তিতে 5000 দুটো কিস্তিতে 10000 টাকা দিচ্ছে। এছাড়াও, ১ একরের কম জমি যদি থাকে তাহলে প্রথম কিস্তি 2000 দ্বিতীয় কিস্তি 2000 মোট 4000 টাকা পাবে। কিভাবে চেক করবেন কবে অ্যাকাউন্টে টাকা আসবে। দেখে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক :-
১) সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২) ওয়েবসাইট ভিজিট করে হোমপেজে লেখা রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত অপশনে ক্লিক করুন।
৩) এরপর লগইন করে নিতে হবে চেক করা প্রার্থীদের।
৪) লগইন করার জন্য জনসাধারণের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে চেক করে নিতে পারবেন।