sarkari chakri:

Air India তে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস

Air India তে কর্মী নিয়োগ: Air India এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে । যে নিয়োগটি পরিচালনা করবে Air India ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Air India তে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা (পুরুষ ও মহিলা উভয়) এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

এই চাকরির বিজ্ঞপ্তি টি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Air India এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন।

বিজ্ঞাপন নং:- AIASL/05-03/HR/311

পোস্ট তারিখ:- 28.06.2024

কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Terminal Manager – Passenger
2.Deputy Terminal Manager – Passenger
3.Duty Manager – Passenger
4.Duty Officer – Passenger
5.Junior Officer – Customer Services
6.Ramp Manager
7.Deputy Ramp Manager
8.Duty Manager
9.Junior Officer – Technical
10.Terminal Manager – Cargo
11.Dy. Terminal Manager – Cargo
12.Duty Manager – Cargo
13.Duty Officer – Cargo
14.Junior Officer – Cargo
15.Para Medical Cum Customer Service Executive
16.Ramp Service Executive
17.Utility Agent Cum Ramp Driver
18.Handyman ( Male)
19.Utility Agent (Male)

যোগ্যতা:- এই কিছু পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক থাকতে হবে। তবে কিছু পদে উচ্চ যোগ্যতাও চাওয়া হয়েছে।বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

বয়স:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স 28 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।

বেতন:- এখানে পদ অনুসারে মাসিক বেতন ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

মোট শূন্যপদ:- এখানে 3256টি শূন্যপদ রয়েছে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে তাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটিকে সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে সমস্ত ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট সময়ের পূর্বে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন মূল্য:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য কি লাগবে, সেটা সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই।

নিয়োগ পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ:- 16.07.2024

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment