স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ: Dakshin Dinajpur Health Department এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ টি পরিচালনা করবে Office of the chief Medical Officer of Health, Dakshin Dinajpur।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Dakshin Dinajpur Health Department এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।

বিজ্ঞাপন নং:- DHFWS/DD/2024-25/HR/1854

পোস্ট তারিখ:– 03.07.2024

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের 10 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Audiologist & Speech Therapist
2.Dental Technician
3.Clinical Psychologist
4.Psychiatric Social Worker (NMHP)
5.Psychiatric Nurse (NMHP)
6.Medical Officer, NUHM
7.Laboratory Technician NUHM
8.VBD Technical Supervisor
9.Multi Rehabilitation Worker
10.Lab Technician Under BCSU

যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কিছু পদের ক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে। কিন্তু পদ অনুসারে এটি ভিন্ন রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

বয়স:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স 21 থেকে 67 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তারা বয়সের ছাড় পেয়ে থাকবে।

বেতন:- এখানে নিযুক্ত প্রার্থীদের বেতনও পদ অনুসারে আলাদা আলাদা রয়েছে। তবে মোটামুটি 18 থেকে 60 হাজার টাকার মধ্যে চাকরিপ্রার্থীদের এখানে বেতন থাকবে।

মোট শূন্যপদ:- 19টি শূন্যপদ।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে বেসিক কিছু তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন হতে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। তারপর জরুরি সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে । দিয়ে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা,কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:- এখানে আবেদনকারী জেনারেল শ্রেণীর প্রার্থীদের 100 টাকা এবং রিসার্ভ শ্রেণীর প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:- 23.07.2024 (বাড়ানো হয়েছে)

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

1 thought on “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস”

Leave a Comment