কনসালটেন্ট ও ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাস

কনসালটেন্ট ও ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ: The WB National University of Juridical Sciences এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে The WB National University of Juridical Sciences ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কনসালটেন্ট ও ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- The WB National University of Juridical Sciences এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।

বিজ্ঞাপন নং:- NUJS/IPR Chair/Advt./03/2024-25

পোস্ট তারিখ:- 13.07.2024

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের 3 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.IPR Consultant

2.IPR Attorney

3.Secretarial Financial Assistant

যোগ্যতা:- ওপরে উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন। এর পাশাপশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স কি হতে হবে, সেটা অফিসিয়াল নোটিশে উল্লেখ নেই।

বেতন:- এই সমস্ত পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ:- এখানে 3টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের আলাদা ভাবে কোনো রকম আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন সেখানে সমস্ত ডকুমেন্টস সহযোগে উপস্থিত থাকতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের স্থান:- The WB National University of Juridical Sciences,”Dr. Ambedkar Bhavan”12,LB Block, Sector-III, Salt Lake City, Kolkata-700106

আবেদন মূল্য:- এখানে আবেদনের জন্য কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না চাকরিপ্রার্থীদের।

ইন্টারভিউয়ের তারিখ:- 20.08.2024 সকাল 10টা

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment