মহার্ঘ ভাতা বা DA বাড়তে পারে সরকারি কর্মীদের। জুন 2024-এর জন্য AICPI অর্থাৎ মুদ্রাস্ফীতি সূচক সংখ্যা এখন থেকে মাত্র এক দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে। এই মুদ্রাস্ফীতি সূচকে এখনও পর্যন্ত বৃদ্ধি দেখা দিতে পারে। আর এই সূচকে মুদ্রাস্ফীতি যত বৃদ্ধি হবে, কর্মীদের ভাতাও তত বাড়ানোর সম্ভাবনা থাকবে।
মহার্ঘ ভাতা বা DA বাড়তে পারে সরকারি কর্মচারীদের
বাজেটে অষ্টম বেতন কমিশন নিয়ে কথা না হলেও, জুলাই মাসে সপ্তম বেতন কমিশনের অধীনে আরও একবার কেন্দ্রীয় কর্মীদের ভাতা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50 শতাংশ ডিএ পাচ্ছেন, যা 2024 সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হয়েছে। এর পরে, পরবর্তী সংশোধন হবে জুলাই, 2024 এর জন্য যেখানে মহার্ঘ ভাতা 4 শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে, এমন পরিস্থিতিতে এটি বিশ্বাস করা হয় যে মহার্ঘ ভাতা এবার হয়ত 54 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ফের DA ভাতা বাড়লে কে কত বেতন পাবেন?
মূল বেতন (টাকা) | DA বাড়বে (টাকা) |
18,000 টাকা | 720 টাকা |
20,000 টাকা | 800 টাকা |
30,000 টাকা | 1200 টাকা |
50,000 টাকা | 3000 টাকা |
60,000 টাকা | 2400 টাকা |
80,000 টাকা | 3200 টাকা |
1,00,000 টাকা | 4000 টাকা |
কবে আসবে অষ্টম বেতন কমিশন?
৭ মার্চ, কেন্দ্রীয় সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এই ৪ শতাংশ বৃদ্ধির সুবিধা পাচ্ছেন ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এটি 1 জানুয়ারী, 2024 থেকে কার্যকর হয়েছে।
এ ছাড়া কর্মচারীদের এইচআরএও বাড়ানো হয়েছে। DA মূল বেতনের 50 শতাংশ হওয়ার সাথে সাথে রেল সহ অনেক কেন্দ্রীয় সরকারী সংস্থা 8 তম বেতন কমিশনের দাবি করেছে। রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশন 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে।