কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ: কলকাতা হাইকোর্টের তরফ থেকে আবার নিয়ে আসা হলো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেটা ‘সরকারি চাকরি’ আপনাদের সামনে একদম বিস্তারিত ভাবে দূরে ধরছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় LDC পদে কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সুতরাং, এখানে চাকরি করতে আগ্রহী প্রার্থীরা আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন।
বিজ্ঞাপন নম্বর :- 6785-RG
পোষ্ট তারিখ:- কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 01.08.2024 তারিখে।
কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র 1টি পদেই নিয়োগ করা হবে, সেটি হলো – Lower Division Clerk ।
আবেদন করার জন্য যোগ্যতা :- এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। এর পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও, সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতনের পরিমাণ :- এই LDC পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের মাসিক 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ :- কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই পদে মোট 291জন কে চাকরি দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রকাশিত হওয়া এই লোয়ার ডিভিশন ক্লার্ক এ চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবার আগে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে বেসিক কিছু তথ্য দিয়ে। তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে চাকরিপ্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে যে ওয়েবসাইট কে, দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদন শুরু হয়েছে :- এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে গত 05.08.2024 তারিখ থেকে।
আবেদন করার সময় যে কোনো রকম টেকনিক্যাল সমস্যার জন্য প্রদত্ত Help Desk:- chcdesk@gmail.com
অনলাইন পেমেন্ট এর সমস্যার জন্য যোগাযোগ :- sbiepay@sbi.co.in এবং 22-2087-6123
টেকনিক্যাল সমস্যার জন্য প্রদত্ত মোবাইল নম্বর :- 9073652776
আবেদন মূল্য:- তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রার্থীদের জন্য 400 টাকা এবং অন্যান্য সকল সম্প্রদায়ের প্রার্থীদের জন্য 800 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে এখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের বেশ কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট,তারপর কম্পিটিটিভ লিখিত টেস্ট, ভাইভা পরীক্ষা এর মাধ্যমে নির্বাচিত হবে প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ :- এই Lower Division Clerk পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে আগামী 26.08.2024 তারিখ পর্যন্ত।