রাজ্য খাদ্য দপ্তরের কর্মী নিয়োগ: রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে নূন্যতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ দিয়ে পরিচালনা করবে West Bengal Food & Supplies Department ।
পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে উপযুক্তযোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। অতএব, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। যেটা পড়ে রাজ্যের সরকারি চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন জানাতে পারবে।
বিজ্ঞাপন নং:– 3099
পোস্ট তারিখ:– 30.07.2024
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মোট 4 ধরনের পদে নিয়োগ করা হবে। সেই সমস্ত পদগুলি হলো –
1.Project Manager (SMART-PDS)
2.Data Analyst (SMART-PDS)
3.Developer (SMART-PDS)
4.IT Support Personnel (SMART-PDS)
যোগ্যতা:- এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বিজ্ঞান বিভাগ নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।
বয়স:- এখানে উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স কিরকম থাকতে হবে, সেটা সমন্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম সঠিক উল্লেখ করা নেই।
বেতন:- এখানে পদ অনুসারে মাসিক বেতনও ভিন্ন ভিন্ন রয়েছে। তবে ন্যূনতম 40,000 টাকা থেকে এখানে বেতন শুরু হচ্ছে।
মোট শূন্যপদ:- এখানে মোট 6টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে, দিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদন শুরু :- এখানে আবেদন শুরু হয়েছে গত 02.08.2024 তারিখে।
নিয়োগ পদ্ধতি:- এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:- চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 17.08.2024 তারিখ পর্যন্ত ।