সরকারি কর্মীদের বেতন নিয়ে নতুন দাবি, লটারির মত বাড়তে পারে পেনশন

সরকারি কর্মীদের বেতন নিয়ে নতুন দাবি: কেন্দ্রের সমস্ত সরকারি কর্মচারীরা নরেন্দ্র মোদি সরকারের তরফে ছুড়ে দিল আবার একটি নতুন বার্তা। নতুন পেনশন স্কিমের উপরে নানা রকম ট্যাক্স কেটে পেনশন দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের। তার জন্যই সরকারি কর্মচারীরা দাবি করেছেন যে, এইভাবে কোনরকম টাকা কেটে পেনশন দেওয়া যাবে না। পুরনো পেনশন স্কিম ফেরত আনতেই হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

OPS , যেটা এখন বর্তমানে সমস্ত সশস্ত্র বাহিনী এবং আরো কয়েকটি খাতের কর্মীদের ছাড়া বেশিরভাগ কেন্দ্রীয় পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। 2004 সালে সেই পুরনো পেনশন স্কিম অর্থাৎ OPS কে বাতিল করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং তারপরে নতুন পেনশন স্কিম অর্থাৎ NPS কে চালু করা হয়।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ক্রমাগত সেই পুরনো পেনশন ব্যবস্থা টাকেই সকলের জন্য বাস্তবায়ন করার দাবি জানিয়েই চলেছে। পুরনো পেনশন স্কীমের অধীনে সরকারি কর্মচারীরা পেনশন হিসেবে শেষ বেতনের 50% পেয়ে থাকতেন এবং সেটি বন্ধ হয়ে যাওয়ার পর নতুন পেনশন স্কিমের অধীনে তাদের বেতনের একটি অংশ কেটেই নেওয়া হয় এবং অবসর গ্রহণের সময় নিয়োগকর্তার অবদানের সঙ্গে প্রদান করা হয় সেটি কে।

এই সমস্ত কারণের জন্যই এই নতুন পেনশন স্কিমটা আদৌ কোন পেনশন ভোগীদের সুবিধা করতে পারছে কিনা সেটা নিয়ে এখনও নানারকম তর্ক বিতর্ক চলে আসছে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে, ন্যাশনাল পেনশন স্কিমে মূল বেতনের 14% টাকা পেনশন খাতে এবার থেকে জমা করতে হবে কেন্দ্রের সমস্ত সরকারি কর্মীদের।

কি দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা পেনশন নিয়ে :-

Joint Consultative Mechanism এর জাতীয় কাউন্সিলর সেক্রেটারি শিবগোপাল মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সম্পর্কিত 14টি দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে একটি হলো পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি।

শিব গোপাল বাবু পেনশনের কম্যুটেড অংশ পুনঃস্থাপনের সময়কাল বর্তমানে 15 বছর থেকে কমিয়ে 12 বছর করা দাবিও জানিয়েছেন।

অন্যদিকে আবার অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী কেন্দ্রীয় সংসদ মহলে বলেছিলেন যে, OPS পুনরুদ্ধারের কোন প্রস্তাব এখনো বিবেচনাধীন নয়। এর পাশাপাশি অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণও তার 23শে জুলাই তার বাজেট বক্তৃতায় জানিয়েছেন যে, NPS পর্যালোচনা করার জন্য গঠিত কমিটির অগ্রগতির কথা উল্লেখ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় অর্থ সচিব T.V. সোমানাথনের নেতৃত্বে গঠিত কমিটি পুরনো পেনশন প্রকল্প প্রস্তারে দাবির বিভিন্ন দিক ক্ষতির দেখছেন।

এর জন্য একটি সমাধান অবশ্যই খুব শীঘ্রই তৈরি করা হবে, যা আর্থিক বিচক্ষণতা বজায় রেখে প্রাসঙ্গিক সমস্যা গুলির সমাধান করবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment