বালমার লরি সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ: বালমার লরি সংস্থা প্রকাশ করল নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেটা “সরকারি চাকরি” ওয়েবসাইট আপনাদের জন্য বিস্তারিত ভাবে আলোচনা করবে আজকের এই প্রতিবেদনটায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে যে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে।
দেশের প্রায় সমস্ত জায়গা থেকেই এখানে চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা ভাবছেন এরকম কোনো এক ফ্যাক্টরির মতো জায়গায় কাজ করার, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। সুতরাং দেরি না করে, আমাদের আজকের এই প্রতিবেদনে উল্লেখিত সমস্ত তথ্য ভালোভাবে পড়ে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে এখানে খুব শীঘ্রই আবেদন করে ফেলুন।
বিজ্ঞাপন নং : এখানে প্রকাশিত চাকরির নোটিশটির বিজ্ঞাপন নম্বর হলো BL/Rect/T & V/July/2024 ।
পোস্ট তারিখ : 24.07.2024
এই বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন পদে নিয়োগ হতে চলেছে :- বালমার লরি সংস্থার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারী বেশ অনেক ধরনের পদে নিয়োগ হতে চলেছে। সেই সমস্ত পদ গুলি হল –
1.Manager (Sales)
2.Assistant Manager (Branch Operations Client Servicing)
3.Assistant Manager (Sales & Key Accounts)
4.Assistant Manager (Sales)
5.Officer (Sales)
6.Official (Commercial)
7.Office (VISA)
8.Senior Co-Ordination (Leisure)
9.Customer Service Officer
10.Junior Officer (Commercial)
11.Junior Official (Sales)
12.Assistant Manager (Travel)
13.Officer / Junior Officer (Travel)
14.Junior Officer (KAM)
15.Junior Officer (Travel)
শিক্ষাগত যোগ্যতা : উপরে উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের কমপক্ষে স্নাতক পাস থাকতে হবে। এছাড়া কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলি ছাড়াও বিস্তারিত জানার হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
বয়সসীমা : এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 38 বছরের মধ্যে।
মাসিক বেতন : ওপরে উল্লেখিত প্রায় 15টি পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের কি পরিমান মাসিক বেতন দেওয়া হবে, সেটা সমন্ধে কোনো রকম উল্লেখ করা নেই।
মোট শূন্যপদ : এই বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট 466টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : চাকরিপ্রার্থীদের এই সংস্থায় অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীরা সবার আগে চলে যাবে বালমার লরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে সবার আগে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে নিয়ে সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে গেলে একবার আপনার আবেদনটি পুনর্বার চেক করে নিয়ে সাবমিট করে দিলেই সেটি সম্পূর্ণ হবে।
আবেদন মূল্য : কাজের জন্য চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করা যাবে।
প্রার্থী নিয়োগ পদ্ধতি : আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ : এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী 16.08.2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন।