সিনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাস

সিনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ: National Institute of Plant Health Management এর তরফ থেকে প্রকাশিত হলো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি । যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় Senior Research Fellow পদে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত জায়গা থেকে এখানে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন । সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে আগ্রহী বা ইচ্ছুক রয়েছেন, তারা আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন।

বিজ্ঞাপন নং : 19S62-1447567537962J

পোস্ট তারিখ : এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 07.08.2024 তারিখে।

এখানে কোন পদে নিয়োগ করা হবে : এখানে আবেদনকারী প্রার্থীদের Senior Research Fellow PMD পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের M.Sc করা থাকতে হবে Agriculture নিয়ে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে 25 হতে হবে।

মাসিক বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন কত দেওয়া হবে, সেটা সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই।

আবেদন পদ্ধতি : এখানে চাকরির জন্য চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে । আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের National Career Service এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। সেটা হয়ে গেলে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনে সমস্ত রকম ডকুমেন্টস্ স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

মোট শূন্যপদ : এখানে মোট 1টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ : এখানে আবেদন জানানো যাবে আগামী 20.08.2024 তারিখ পর্যন্ত।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment