সরকারি চাকরি ওয়েবসাইটে কনটেন্ট রাইটার নিয়োগ: Content Writer Recruitment 2024

সরকারি চাকরি ওয়েবসাইটে কনটেন্ট রাইটার নিয়োগ: সরকারি চাকরি ওয়েবসাইটে তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে ন্যূনতম ১৫ বছর থেকে ২১ বছর বয়সী প্রার্থীদের Content Writer হিসেবে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে সরকারি চাকরি ওয়েবসাইটের কর্তৃপক্ষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যাদের কনটেন্ট রাইটিং হিসেবে সামান্য দক্ষতা আছে অর্থাৎ যারা বিভিন্ন কনটেন্ট নিয়ে লেখালেখি করেন তারা আজ এই প্রতিবেদনে আবেদন করতে পারেন (প্রার্থীদের বেসিক নলেজ থাকলেই হবে)। বাংলাভাষাতেই প্রার্থীদের কনটেন্ট লিখতে হবে। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারেন। কিন্তু তার থেকে হতে হবে ভারতীয় নাগরিক। কাজটি ঘরে বসেই করতে পারবেন।

কাজটি করার জন্য প্রার্থীদের নিজস্ব পার্সোনাল কম্পিউটার থাকতে হবে। Notepad সম্বন্ধে প্রার্থীদের নলেজ থাকতে হবে। পুরুষ কিংবা মহিলা উভয়প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

পোস্ট তারিখ– ১৭.০৮.২০২৪

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে

কিভাবে আবেদন করবেন– সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে , প্রথমে আবেদনকারী প্রার্থীদের নিজের নাম, ঠিকানা, বয়স, ক্লাস, ফোন নাম্বার লিখে নীচের ইমেল আইডি তে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর জন্য Email id – akashmondal87775@gmail.com (8420771121 Whats’app no)

প্রার্থী বাছাই পদ্ধতি– অনলাইন টেস্ট বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিয়োগ করা হবে।

কোন সংস্থা নিয়োগ করছেসরকারি চাকরি ওয়েবসাইটের কর্তৃপক্ষ।

পদের নাম- Bengali Content Writer

বেতন– নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে

কাজের স্থান- বাড়িতে বসে কাজটি করতে হবে। কাজের জন্য প্রার্থীদের নিজস্ব পার্সোনাল কম্পিউটার থাকতে হবে।

কাজের ধরন – প্রতিদিন 02 ঘন্টা করে পার্ট টাইম হিসেবে কাজ করতে হবে। প্রার্থীদের কাজ সম্বন্ধে শিখিয়ে দেওয়া হবে

শূন্যপদ– মোট শূন্যপদ ফাঁকা আছে ০১ টি

শিক্ষাগত যোগ্যতা– নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ।

বয়স– ১৫ – ২১ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে।

জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদনের শেষ তারিখ– ২৫.০৮.২০২৪

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment