ভারতের মধ্যে সবথেকে বড় ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্ট এবার দিচ্ছে চাকরিপ্রার্থীদের জন্য কাজের সুযোগ। এটি মূলত দেশের সমস্ত চাকরিপ্রার্থীদের বেশ কাজে আসবে বলে মনে করা। প্রধানত ইন্টার্নশিপ এবং মাসিক বেতনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাজ শিখিয়ে পরবর্তীকালে নিয়োগ করা হবে ভারতের সবথেকে বড় ই-কমার্স এবং লজিস্টিক কোম্পানি ফ্লিপকার্ট এ।
আজকের প্রতিবেদনে আমরা জানবো কিভাবে আপনি এই ইন্টার্নশিপে আবেদন করবেন ? কারা কারা এখানে আবেদন যোগ্য ? মাসিক স্টাইপেন্ড কি দেওয়া হবে এখানে ? কোন বিষয়ে ইন্টার্নশিপ করানো হবে? ইন্টার্নশিপে কোন কোন কাজের দায়িত্ব দেওয়া হবে ? ইত্যাদি সমস্ত বিষয় বিস্তারিত ভাবে ।
কারা কারা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন ?
প্রধানত Human Resource বিষয়ে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্যে এই ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে ফ্লিপকার্ট। মূলত এই ইন্টার্নশিপের মাধ্যমে তাদের ফুল টাইম কাজ শেখানো হবে।
কিভাবে এখানে আবেদন করতে হবে ?
Internshala এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই Internship Program এ আবেদন জানাতে হবে। প্রয়োজনীয় ভ্যাকেন্সি পূরণ হয়ে গেলেই আবেদন বন্ধ করে দেওয়া হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এখানে আবেদন করে রাখুন।
কবে থেকে চালু করা হবে এই ইন্টার্নশিপের কাজ ?
চলতি বছর 23 আগস্ট তারিখে থেকে 27 সেপ্টেম্বর তারিখের মধ্যে এটি চালু হতে চলেছে।
ইন্টার্নশিপটি কোথায় অনুষ্ঠিত হবে ?
ফ্লিপকার্ট এর এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে লুধিয়ান, বারানসি এবং তার পার্শ্ববর্তী শহরে, উত্তর প্রদেশ।
আরও পড়ুন: পাসবুক আপডেট করুন ঘরে বসেই
ইন্টার্নশিপটির Duration কত হবে?
মূলত 3 মাস ধরে চলবে এই কার্যাবলী।
মাসিক স্টাইপেন্ড কত দেওয়া হবে ?
প্রতিটি প্রার্থীকে এটি চলাকালীন মাসিক 22 হাজার টাকা করে স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে।
ইন্টার্নশিপে কোন কোন কাজের দায়িত্ব নিতে হবে ?
A. ফ্লিপকার্ট কোম্পানিতে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিস্ট তৈরি করা এবং তাদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারণ করা।
B. নতুন সমস্ত Employee দের কাজে সহায়তা করা এবং তাদের বিভিন্ন প্রশ্নের সমাধান করা।
C. নতুন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য সাহায্য করা।
D. কর্মচারীদের কাজের উপযোগী পরিবেশ গড়ে তোলা।
E. প্রতিটি জুনিয়র এবং সিনিয়র কর্মচারীদের সঙ্গে ভালোভাবে কথা বলা ইত্যাদি।