পশ্চিমবঙ্গের জেলা আদালতের তরফ থেকে তরফ থেকে আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে, কর্মবন্ধু প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খাটরা ডিসটিক অফিসে নিয়োগটি হবে। রাজ্যের যে কোন জেলার উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
Sarkari Chakri ওয়েব পোর্টাল তার আজকের এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছে, যেটা এখানে আবেদনে ক্ষেত্রে আপনাদের বিশেষ সহায়তা করবে।
এখানে কোন পদে নিয়োগ করা হবে : বাঁকুড়া জেলার ডিসটিক জাজ অফিসের তরফ থেকে এখানে মূলত “কর্মবন্ধু প্রকল্পে নিয়োগ করা হবে।
যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য বাংলা এবং ইংরেজি ভালো পড়তে ও লিখতে জানতে হবে। এর পাশাপাশি সুস্থ সবল শরীর থাকতে হবে।
বয়স : এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কিন্তু অবশ্যই কথা ভুললে চলবে না যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।
বেতন : এই পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের প্রতি মাসে 3000 টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : এখানে অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্যেই অফিসিয়াল নোটিশ থেকে আবেদন ফরমটি প্রিন্ট করে নিতে হবে সবার আগে। তারপর সেটিকে সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে দিয়ে, তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ এর জেরক্স কপি একটি খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : sd/- Manojyoti Bhattacharya, Chairman, District Recruitment Committee, Bankura & District Judge, Bankura ।
মোট শূন্যপদ : এখানে মোট 3টি শূন্যপদ রয়েছে।
নির্বাচন প্রক্রিয়া : প্রার্থীদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।।
আবেদন পাঠানোর শেষ তারিখ : এখানে আবেদন করা যাবে আগামী 18ই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত।
Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.
(1) (VILLEG) RAJAR BAGAN
(2) (POST) RAMNAGAR GOPINATH PUR,,,,,
(3) ( DISTRICT) PASCHIM MEDINIPUR,,,,,
(4) (PS) KOTWALI,,,,,,,
(5) ( PIN NO) 721305,,,,,,
(6) (G, P, OFISH) PANCHKHURI 6/2 ONCHL,,
(7) ( LAND MARK) RAJAR BAGAN PRYMARI SCHOOL AND RAJAR BAGAN JUMMA MOSJID,,,,,
(8) ( QUALIFICETON) H, S, PASS,,,,
(9) ( PHONE NUMBER) 8695449864,,,,,
(10) ( STET) WEST BENGAL,
❤I AM INDIAN❤