sarkari chakri:

মাধ্যমিক পাশে ফিল্ড অফিসার ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মী নিয়োগ হচ্ছে, আবেদন প্রক্রিয়া দেখে নিন

SVATANRA কোম্পানির তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এখানে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারেন। Sarkari Chakri ওয়েব পোর্টালের আজকে প্রতিবেদনটি পড়ে আবেদনকারীরা খুব সহজে এখানে আবেদন করতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে : এখানে প্রার্থীদের তিন ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হল –

1. Field Officer
2. Branch Manager
3. Area Manager

যোগ্যতা : ফিল্ড অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার পর আবেদন করার জন্য চাকরিতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এরিয়া ম্যানেজার পাওয়া যাবেদান করার জন্য চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশন পাস থাকতে হবে।

বয়স : এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 19 থেকে 34 বছরের মধ্যে।

বেতন : নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন কি দেয়া হবে সেটা সম্বন্ধে সঠিক।

অতিরিক্ত সুবিধা : থাকার সুবিধা শুধুমাত্র ফিল্ড অফিসারদের জন্য। Travelling Allowance, ESIC, PF, Mobile Remembersment, পারফরম্যান্স ভিত্তিক ইন্সেন্টিভ, স্বাস্থ্য বীমা এবং দুর্ঘটনাজনিত বীমা ইত্যাদি।

আবেদন পদ্ধতি : এখানে আলাদাভাবে কোন রকম আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে এসে আবেদন জানাতে হবে।

ইন্টারভিউ এর ঠিকানা : মা লক্ষ্মী লজ, গোবিন্দ নগর বাস স্ট্যান্ড, ফায়ার ব্রিগেড এর কাছে, বাঁকুড়া।

যোগাযোগ : যে কোনো রকম সমস্যার জন্য নিচে উল্লেখিত নাম্বারে কল করতে পারেন –

Biswanath Ghosh – 9136482707
Arindam Mukherjee – 9136483134

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment