Indo Tibetan Border Police Force অর্থাৎ ITBP এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে , যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় ITBP পুলিশের ড্রাইভার পদে শুধুমাত্র পুরুষদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে এখানে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আলোচনা কর হয়েছে। যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
পোস্ট তারিখ : আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে গত 8ই অক্টোবর 2024 তারিখে।
নিয়োগকারী সংস্থা : Indo Tibetan Border Police Force / ITBP
এখানে কোন পদে নিয়োগ করা হবে : ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এর তরফ থেকে এখানে ITBP গাড়ির ড্রাইভার পদে নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা ও মোট শূন্যপদ কি আছে
বয়স : এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে। কিন্তু অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
বেতন : এই পদে নিযুক্ত হওয়ার পর মাসিক 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
যোগ্যতা : এই পদে নিয়োগ করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমে পাস থাকতে হবে। এর পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মোট শূন্যপদ : এখানে মোট 545টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে কোচিন শিপইয়ার্ড কোম্পানিতে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি :
এখানে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন জানায় হবে। আবেদনের করার জন্য চাকরিপ্রার্থীদের ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbppolice.nic.in তে ভিজিট করতে হবে। তারপর সেখানে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। সেটা হয়ে গেলে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে নিয়ে তারসঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
আবেদন মূল্য : এখানে Gen, OBC এবং EWS প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে এবং অন্যান্য শ্রেণীর প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
প্রার্থী নিয়োগ পদ্ধতি : এখানে প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মান পরীক্ষা, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ড্রাইভিং টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট ইত্যাদির মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : এখানে আবেদন জানানো যাবে আগামী 6ই নভেম্বর তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিশ : Click Here