AIASL Recruitment 2024 : AI AIPORT SERVICES LIMITED এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় কাস্টমার সার্ভিস, জুনিয়র অফিসার সহ আরও বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্য থেকে এখন চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারে ।
সুতরাং, আপনি যদি একজন এদেশের একজন বেকার শিক্ষিত চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে এই চাকরির প্রতিবেদনটি আপনার জন্য। কেননা এই প্রতিবেদনে আপনারা কোন কোন পদে নিয়োগ হবে ? শিক্ষাগত যোগ্যতা ? বয়স ? মাসিক বেতন ? মোট শূন্যপদ ? আবেদন পদ্ধতি ? নিয়োগ পদ্ধতি ? আবেদনের শেষ তারিখ ? ইত্যাদি বিস্তারিত ভাবে আলোচনা করেছি ।
পোস্ট তারিখ (Post Date) :
উল্লেখিত এই চাকরির চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 22শে নভেম্বর তারিখে ।
পদের নাম (Posts Name) :
AIASL এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুসারী এখানে নিয়োগ করা হবে বিভিন্ন ধরনের পদে। সেই পদ গুলি হল –
- Duty Manager
- Customer Service Executive
- Junior Official Customer Services
- Junior Customer Service Executive
- Ramp Service Executive
- Utility Agent Cum Ramp Driver
- HandyMan
- Handy Women
Elgibility Criteria for AIASL Recruitment
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ওপরে উল্লিখিত সমস্ত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও পদ অনুসারে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় রয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে। সুতরাং, বিস্তারিত যদি জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই একবার অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।
বয়স (Age Limit) :
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 55 বছরের মধ্যে। কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে এই সীমা টা কম বেশি হতে পারে। আবারো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে 18,840 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদ রয়েছে 59টি ।
Read More : অসংখ্য শূন্যপদে নিয়োগ করছে পূর্ব রেল, যোগ্যতা – মাধ্যমিক পাস
How to apply AIASL Recruitment 2024 :
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে চাকরিপ্রার্থীদের আলাদাভাবে কোনো রকম আবেদনের প্রয়োজন নেই। সরাসরি নির্দিষ্ট দিনে সমস্ত রকম তথ্য এবং ডকুমেন্টস সহকারে ইন্টারভিউ দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই হবে । সেখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
ইন্টারভিউ ঠিকানা :
Hotel Surya Circle, 2nd Floor, GSD Building, Air India Complex, Terminal 2, IGI Airport, New Delhi – 11003, India
ইন্টারভিউ এর তারিখ :
এখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে আগামী 3রা থেকে 7ই ডিসেম্বর তারিখে ।
কাজের স্থান :
এখানে নিযুক্ত প্রার্থীদের ইন্দরে নিয়োগ করা হবে।
গুরুত্তপূর্ণ লিংক (Important Links)
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
Read More : ডাক বিভাগে Civil Engineer নিয়োগ