sarkari chakri:

MTS Job Notification 2024: মাধ্যমিক পাস যোগ্যতায় MTS পদে কর্মী নিয়োগ

MTS Job Notification 2024: CUHP অর্থাৎ Central University of Himachal Pradesh এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি । যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হবে MTS পদে। যেখানে আবেদন জানাতে পারবে হিমাচল প্রদেশ রাজ্যের যেকোনো জায়গা থেকে যোগ্য চাকরিপ্রার্থী । আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য আলোচনা করা হলো । এখানে আবেদনের করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন । বিস্তারিত কিছু জানার ক্ষেত্রে ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আবেদন শুরু22.11.2024
পদের নামনিচে উল্লিখিত
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ22.12.2024

Read More: অসংখ্য শূন্যপদে নিয়োগ করতে চলেছে wbpsc

পদের নাম (Post Name) :

হিমাচল প্রদেশ রাজ্যের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এখানে নিয়োগ করা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের পদে। সেগুলি হলো –

1.Deputy Registrar

2.Medical Officer (Male & Female)

3.Private Secretary

4.Personal Assistant

5.Cook

6.Kitchen Attendant

7.Laboratory Assistant

8.Library Attendant

9.Multi Tasking Staff

10.Statistical Attendant

11.Lower Division Clerk

12.Pharmacist

13.Medical attendant / Dresser

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে এখানে আবেদন জানানো যাবে । তবে কিছু কিছু পদে ক্ষেত্রে উচ্চ যোগ্যতারও প্রয়োজন রয়েছে। বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই একবার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

বয়স (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছরের মধ্যে।

মাসিক বেতন (Monthly Salary) :

Pay Level 1 থেকে 12 পর্যন্ত এখানে মাসিক বেতন দেওয়া হবে পদ অনুসারে ।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 26 টি পদে নিয়োগ করা হবে।

Read More: মাধ্যমিক পাশে মেট্রোরেলে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থী চলে যেতে হবে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে। তারপর সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম টি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলেই তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট একবার আপনার আবেদনটি পুনর্বার চেক করে নিয়ে, সাবমিট করে দিলে সেটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিদের বেছে নেওয়া হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন মূল্য (Application Fee) :

SC, ST, PWD এবং মহিলা শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য 1500 টাকা এবং অন্যান্য সকল শ্রেণীর চাকরিপ্রার্থীদের 1750 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment