sarkari chakri:

Krishi Vishwavidyalaya Recruitment 2024: কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ হচ্ছে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Uttar Bangla Krishi Vishwavidyalaya Recruitment : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে – শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় Research Associate পদে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেখানে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোন যোগ্য চাকরিপ্রার্থী। এটা মূলত রাজ্যের সমস্ত গ্রাজুয়েশন উত্তে্ন চাকরিপ্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে এসেছে, সুতরাং সুযোগ তাকে হাতছাড়া না করতে দিয়েছি শীঘ্র এটার লাভ তুলে নিন।

এদিকে আমরা আপনাদের কথা মাথায় রেখেই আমাদের আজকের এই প্রতিবেদনে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য অতি সহজ সরলভাবে মাতৃভাষা বাংলাতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেটা এখানে আবেদনের সময় আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।

পোস্ট তারিখ03.12.2024
পদের নামResearch Associate
মাসিক বেতন35 হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতানীচে উল্লেখিত
আবেদন পদ্ধতিইন্টারভিউ
ইন্টারভিউ এর তারিখ17.12.2024

Read More: BECIL তে কর্মী নিয়োগ

কৃষি বিশ্ববিদ্যালয়ে কোন পদে নিয়োগ করা হবে (Post Name) :

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি অনুসারে এখানে নিয়োগ করা হচ্ছে Research Associate পদে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে (Educational Qualification) :

এই রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের PhD. পাস থাকতে হবে Agriculture Chemical নিয়ে।

বয়স (Age Limit) :

এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানেও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন কত (Monthly Salary) :

এই পদে যারা নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে 35 হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে 1টি পদে ।

আবেদন পদ্ধতি (Application Process) :

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিতে বেরিয়েছে, সেখানে আলাদাভাবে কোনো রকম আবেদনের প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ দিন যথাসময়েই ইন্টারভিউ এখানে এসে উপস্থিত হয়েছে মুক্ত রকম নথি সহযোগে ইন্টারভিউ দিতে হবে, তাহলেই হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Read More: ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ

ইন্টারভিউ এর তারিখ এবং সময় (Interview Date & Place) :

এখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে আগামী 17.12.2024 তারিখে দুপুর 12টা থেকে।

ইন্টারভিউ ঠিকানা (Address of Interview Place) :

Chamber of the Director of Research, Uttar Banga Krishi Vishwavidyalaya, Pundibari, Coockbehar ।

অফিশিয়াল নোটিশ: Click Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment