sarkari chakri:

Tripura High Court Recruitment : অষ্টম শ্রেণী পাশে ত্রিপুরা হাইকোর্টে কর্মী নিয়োগ, গ্রুপ সি নিয়োগ

Tripura High Court Recruitment : ত্রিপুরা হাই কোর্ট এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস যোগ্যতায় গ্রুপ সি বিভাগের ড্রাইভার পদে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যে সমস্ত অষ্টম শ্রেণি উত্তীর্ণ ব্যক্তিরা এতদিন কোনো একটা সরকারি চাকরির খোঁজ করছিলেন, তাদের জন্য ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটির সুবর্ণ সুযোগ হয়ে এসেছে। যেটা কখনোই আপনারা হাতছাড়া করুন, এটা আমরা চাই না। এদিকে আপনাদের যাতে এখানে আবেদন জানাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য আমরা এই প্রতিবেদনে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ তথ্য অতি সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করেছি। যেটা সমস্ত রকম ভাবে এখানে আপনাদের আবেদনের ক্ষেত্রে সহায়তা করবে। চলুন তাহলে সম্পূর্ন তথ্য টা এবার দেখে নিন –

High Court Recruitment Overview

পোস্ট তারিখ05.12.2024
পদের নামগ্রুপ সি বিভাগে
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাস
মাসিক বেতন16,050 টাকা
আবেদনের শেষ তারিখ06.01.2025

Read More: আলিপুরদুয়ার জেলা পরিষদের ডিউটি অফিসার নিয়োগ

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :

আমরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটি সম্বন্ধে আলোচনা করেছি সেটি প্রকাশিত হয়েছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে।

পোস্ট তারিখ (Post Date) :

ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হয়েছে গত 05.12.2024 তারিখে ।

পদের নাম (Post Name) :

ত্রিপুরা হাইকোর্ট, আগরতলা এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি বিভাগের ড্রাইভার পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই ড্রাইভার পদে আবেদন করতে খুব বেশি যোগ্যতা সম্পন্ন হতেই হবে না। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই তারা এখানে আবেদন জানাতে পারবে।

অন্যান্য যোগ্যতা (Other Qualification) :

উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও চাকরিপ্রার্থীদের ভারী গাড়ি চালানোর কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন, জানাবেন তাদের বয়স হিতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে যারা নিযুক্ত হবেন, তাদের মধ্যে যারা রেগুলার হিসেবে কাজ পাবেন তাদের প্রতি মাসে 21,400 টাকা এবং যারা ফিক্সড হিসেবে নিযুক্ত হবেন তাদের 16,050 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 7টি পদে নিয়োগ করা হবে এখানে ড্রাইভার। তারমধ্যে 4টি রেগুলার ড্রাইভার এবং 3টি ফিক্সড ড্রাইভার।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন জানাতে পারবেন অথবা ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদনের পেজে যেতে পারবেন। সেখানে যাওয়ার পর নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে হবে আবেদনকারীদের প্রথমেই।

আবেদন হয়ে গেলে চাকরিপ্রার্থীদের চলে যেতে হবে লগইন করার পেজে। লগইন হয়ে গেলে সেখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে, সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর যাবতীয় সমস্ত ডকুমেন্টস্ স্ক্যান করে আপলোড করে দিতে হবে সেখানে । আপলোড হয়ে গেলেই যে অ্যাপ্লিকেশনটি চাইবে সেটিকে পেমেন্ট করে দিয়েছে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে চাকরিপাড়া থেকে প্রথমে 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে । যে পরীক্ষাটি হবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ ইত্যাদি বিষয়ের ওপরে। তারপর উত্তীর্ণ প্রার্থীদের একটি 50 নম্বরে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। পরবর্তীতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য 200 টাকা এবং জেনারেল শ্রেণীর চাকরিপ্রার্থীর জন্য 400 টাকা বিধান মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

Read More: টাটা সংস্থায় ক্লার্ক সহ ২৪ ধরনের পদে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 6ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment