sarkari chakri:

Jio Internship Program 2025: Reliance jio ইন্টার্নশিপের মাধ্যমে চাকরি দেবে সকল প্রার্থীদের, দেখুন আবেদন পদ্ধতি

Jio Internship Program 2025 : আজকে আমরা আবারও নিয়ে চলে এলাম একটি দুর্দান্ত ইন্টার্নশিপ প্রোগ্রামের খবর। যেখানে ইন্টার্নশিপ করিয়ে চাকরির সুযোগ করে দিচ্ছে দেশের অন্যতম টেলিকম সংস্থা Reliance Jio ।

কেননা এখন বর্তমানে শুধুমাত্র স্কুল-কলেজের যোগ্যতাই যথেষ্ট নয় এর পাশাপাশি কিছু বিশেষ স্কিল শিখে নিজের পরিবারের এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করাটাও অত্যন্ত জরুরী। মূলত তারি কারণে জিও এবার নিয়ে চলে এসেছে গ্রাফিক্স ডিজাইনের ইন্টার্নেট প্রোগ্রাম। যেই ট্রেনিং নিলেই প্রতি মাসে 40 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। যেখানে আপনারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত সমস্ত রকম তথ্য জানতে পারবেন।

আর এই সমস্ত কিছু যাতে আপনারা আরো সহজ হবে শিখতে এবং ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আমরা এই প্রতিবেদনে জিও এ তরফ থেকে যে গ্রাফিক্স ডিজাইনের যে ইন্টার্নশিপ প্রোগ্রামটি করানো হচ্ছে, তার সমস্ত রকম তথ্য অতি সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। যেটা পড়লে অবশ্যই আপনাদের এখানে আবেদনের ক্ষেত্রে সমস্যা হবে না কোনো রকম। চলুন তাহলে সম্পূর্ণ বিষয়টা দেখে নিন –

ইন্টার্নশিপ প্রদানকারী সংস্থা (Intern Hired Agency) :

আমরা এই প্রতিবেদনে যে ইন্টার্নশিপ প্রোগ্রামটি নিয়ে আলোচনা করেছি, সেটি করাচ্ছে দেশের অন্যতম বড় ব্যবসাদার মুকেশ আম্বানির Reliance Jio ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্টার্নশিপের সময় (Internship Program Duration) :

জিও এর তরফ থেকে যে ইন্টার্নশিপ প্রোগ্রামটি করানো হচ্ছে, সেটির সময়কাল হল 6 মাস।

ইন্টার্নশীপের স্থান (Internship Location) :

জিও এর তরফ থেকে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি করানো হবে মায়ানগরী মুম্বাইয়ে।

ইন্টার্নদের দায়িত্ব (Intern Responsibility) :

যে সমস্ত ব্যক্তিরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, তাদের নিচে উল্লেখিত দায়িত্ব থাকতে হবে –

  1. Adobe Creative Shuit Software ব্যবহার করে Print Brochures তৈরি করা।
  2. Company standard অনুযায় PPT প্রেজেন্টেশন বানানো।

মাসিক স্টাইপেন্ড (Monthly Stipend) :

সমস্ত ব্যক্তিরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামিং অংশগ্রহণ করবেন, তাদেরকে প্রতি মাসে 40,000 টাকা পর্যন্ত মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

Read More: ভারতীয় রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

আবেদন পদ্ধতি (Application Process) :

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি এখানে আবেদনের পেজে চলে যেতে পারবেন। সেখানে কি আপনাদের নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনারা ধাপে ধাপে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন জানানো যাবে আগামী 24.01.2025 তারিখ পর্যন্ত।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment