sarkari chakri:

Jio Recharge Plan: ফের 2টি পপুলার রিচার্জ প্ল্যান এর মেয়াদ কমিয়ে দিল জিও, চিন্তায় মাথায় হাত গ্রাহকদের

Jio Recharge Plan: সবেমাত্র নতুন বছর এসেছে আর এই নতুন বছরে শুরুতেই গ্রাহকদের জন্য এক দুঃসংবাদ এনে দিল রিলায়েন্স জিও। তারা তাদের রিচার্জ প্ল্যান এর সঙ্গে জনপ্রিয় দুটি ডেটা ভাউচার রিচার্জ প্লানের মেয়াদ কমিয়ে দিয়েছে। যার ফলে গ্রাহকদের পকেটে টান পড়বে বলে মনে করা হচ্ছে। জিও কমিয়ে দিল 19 টাকার 1 GB এবং 29 টাকার 2 GB ডেটা ভাউচার রিচার্জ প্ল্যান এর মেয়াদ। চলুন বিস্তারিত বিষয়টা দেখে নিন –

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

19 টাকার 1GB ডেটা ভাউচারের নতুন মেয়াদ :

জিও এর আগে যে 19 টাকার 1GB ডেটা ভাউচার টার ভ্যালিডিটি বা মেয়াদ দিত কারেন্ট প্ল্যান এর সঙ্গে। কিন্তু এবার আর সেই ঘটনা ঘটবে না। আপনি যেদিন এই ডেটা ভাউচার টা রিচার্জ করবেন সেই দিনই রাত্রি 12টা পর্যন্ত এর মেয়াদ থাকবে। যে নিয়ম অনেক আগেই করে দিয়েছিল দেশের আরেক অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল।

29 টাকার 2GB ডেটা ভাউচারের নতুন মেয়াদ :

19 টাকার মতোই 29 টাকাতে আগে 2GB ডেটা ভাউচার পাওয়া যেতো । যার ভ্যালিডিটি থাকতো কারেন্ট প্ল্যান এর সাথে। কিন্তু আগে যেটা ভাউচারটার মতনও এরও এবার ভ্যালিডিটি থাকবে যেদিন আপনি রিচার্জ করবেন সেই দিন রাত্রি 12টা পর্যন্ত।

Read More: Reliance jio ইন্টার্নশিপের মাধ্যমে চাকরি দেবে সকল প্রার্থীদের

কেন হঠাৎ এই পরিবর্তন জিওর ?

মুকেশ আম্বানির Jio ঠিক কেন হঠাৎ করে এই ডেটা ভাউচার গুলির মেয়াদ কমিয়ে দিলেন, সেটা সমন্ধে সঠিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই কম্পিটিশনের বাজারে নিজেদের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে জিও।

গ্রাহকদের ওপর কি প্রভাব পড়তে পারে :

জিও তাদের ডেটা ভাউচার গুলির মেয়াদ কমিয়ে দেওয়ার ফলে, গ্রাহকদের পকেটে টান পড়বে এবার। এর আগে যাদের স্বল্প মেয়াদের ডেটার প্রয়োজন ছিল তারা 19 কিংবা 29 যেকোনো একটা ডেটা হচ্ছে রিচার্জ করে কারেন্ট প্ল্যানেট বৈধতা অব্দি চালাতে পারতো, কিন্তু এখন আর সেটা হবে না।

গ্রাহ্যের প্রতি আমাদের পরামর্শ :

টেলিকম সংস্থাগুলির এই নতুন বেড়াজালের সাথে টেক্কা দিয়ে গ্রাহকদেরও এবার অত্যন্ত পরিকল্পিতভাবে নিজের ইন্টারনেট ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনারা দীর্ঘমেয়াদি প্ল্যান এর সুবিধা ও নিতে পারেন, যাতে কম সময়ে ডেটা ভাউচার ব্যবহার করার প্রয়োজন না হয়।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment