LPG Gas New Price: খুব শীঘ্রই রাজ্যে রান্নার LPG গ্যাসের দাম কমতে চলেছে বলে খবর পাওয়া গেছে। কেননা সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা জানিয়েছে যে Indian National Development Inclusive Allines শীঘ্রই রাজ্যের নাগরিকদের জন্য 450 টাকা হারে ভর্তুকি যুক্ত করতে চলেছে রান্নার গ্যাসের সঙ্গে।
ঝাড়খন্ডে গ্যাসে ৪৫০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
কেননা বর্তমানে ঝাড়খণ্ডের প্রধান শহরগুলিতে এই গ্যাস এর দাম 860 টাকা । আর এই সমস্ত কথা কে মাথায় রেখে সাম্প্রতিক ঝারখান্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস সাধারণ জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলেছে যে, তারা ক্ষমতায় আসলে সমস্ত নাগরিকদের ভর্তুকি সহ রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করবে। কংগ্রেস রাজ্যের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এর নেতৃত্বে দিন জোটের একটি প্রধান অংশ।
এই নিয়ে রাধাকৃষ্ণ কিশোর সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, 450 টাকা তে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করার সম্পূর্ণ ইন্ডিয়া জোটের উপর নির্ভর করছে বর্তমানে। এই প্রতিশ্রুতি কংগ্রেসের ছিল, যার মধ্যে তিনি হলেন একজন বিশিষ্ট সদস্য। তবে শুধুমাত্র কংগ্রেস এই বিষয়ে শেষ সিদ্ধান্ত দিতে পারেনা, ইন্ডিয়া জটিল সিদ্ধান্ত এখানে রাজ্যে হবে।
তবে অনুমান করা হচ্ছে যদি ঝাড়খন্ড রাজ্য সরকার 450 টাকায় রান্নার গ্যাস সরবরাহ করে তাহলে সেটা সাধারণ মানুষের অর্থনীতির ওপর বেশ অনেকটাই প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষেরা আর্থিক দিক থেকে গ্যাস সিলিন্ডার কিনতে স্বাবলম্বী হবে। এই পদক্ষেপটির নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Read More: HMPV ভাইরাসের থাবা পরল ভারতে
সরকারি হিসেবে জানা গিয়েছে যে, এই বিষয়ে শীঘ্রই নির্দেশিকা জারি করা হবে। তবে ঠিক কবে থেকে এই ভর্তুকিযুক্ত সিলিন্ডার সরবরাহ করা হবে তা এখনো নিশ্চিত কোন তারিখ ঘোষণা করা হয়নি ইন্ডিয়া জোটের তরফ থেকে। নাগরিকরা আশা করছেন দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং তারা ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।
এই এত কম দামে গ্যাস সিলিন্ডার সরবরাহ করলে সেটা শুধুমাত্র সাধারণ মানুষের উপকারই হবে না এর পাশাপাশি ওরাজ্যে সরকারের জনপ্রিয়তাও মানুষের কাছে খুব দ্রুত বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। ঝাড়খন্ডে নাগরিকদের জন্য এটি একটি আশার আলো। দ্রুত ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার প্রকল্পটি রাজ্যে কার্যকর করা হলে সাধারণ মানুষ এই প্রকল্পের ফলে বেশ অনেকটাই উপকৃত হবেন এবং তাদের পকেটের টান পড়তেও বেশ অনেকটাই রেহাই পাবে।
Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.