sarkari chakri:

Rupashree Department Recruitment: গ্রাজুয়েশন পাশে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মাসিক বেতন 15,000 টাকা

Rupashree Department Recruitment : জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে রূপশ্রী বিভাগে কর্মী নিয়োগের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় Accountant পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে জলপাইগুড়ি জেলার যে কোনো জায়গা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনারা এই প্রতিবেদনে ই জলপাইগুড়ি জেলার তরফ থেকে যে রূপশ্রী বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তার সমস্ত কোনো তথ্য অতি সহজসরল এবং বিস্তারিত ভাবে দেখতে পাবেন। এটা এখানে আবেদন করতে আপনাদের সাহায্য করবে সমস্ত রকম ভাবে। চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক।

পোস্ট তারিখ14.01.2025
পদের নামAccountant
শিক্ষাগত যোগ্যতাস্নাতক পাস
মাসিক বেতন15,000 টাকা
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ31.01.2025

Egibility Criteria for Rupashree Department Recruitment

পদের নাম (Post Name) : চাকরিপ্রার্থীদের এখানে নিয়ম করা হচ্ছে Accountant পদে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে (Educational Qualification) :

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে অনার্স নিয়ে। এছাড়াও তাদের কম্পিউটারে কাজ করার অভিলিটি থাকতে হবে। কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এ কাজ জানতে হবে। এছাড়াও ট্যালি এর কাজ জানতে হবে। উপরে উল্লেখিত সমস্ত যোগ্যতা ছাড়াও আবেদনকারীর ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখিত বিষয়ের যে কোনো সরকারি কিংবা বেসরকারি সংস্থায়।

Read More: ব্যাঙ্ক অফ বরোদাতে 1267 টি শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদনকারীর বয়সসীমা (Age Criteria) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তার জন্য সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন কত (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

শুধুমাত্র 1টি পদেই একাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি ডিএম অফিসে।

সম্পূর্ণ আবেদন পদ্ধতি (Application Process) :

সম্পূর্ণভাবে চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে। তার জন্য যাতে প্রার্থীদের নিচে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিচে দেওয়া ঠিকানায় উল্লেখিত সময়ের মাধ্যমে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Addres for Application Submission) :

চাকরিপ্রার্থীর আবেদন পত্র সাবমিট করতে হবে নিচে দেওয়ায় ঠিকানায় –

The Drop Box at DPMU
Rupashree Section
2nd Floor, District Magistrate Office
Jalpaiguri

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)
  • স্নাতক পাস সার্টিফিকেট
  • স্নাতক মার্কসিট
  • কম্পিউটার পাস সার্টিফিকেট
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি
  • পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের 50 নম্বরে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথম। তারপর সেখানে উত্তীর্ণ প্রার্থীদের 40 নাম্বারের একটি কম্পিউটার পরীক্ষায় এবং 10 নম্বরে একটি পার্সোনালিটি টেস্ট নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আগামী 31.01.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment