sarkari chakri:

SBI New Scheme: নতুন বছরে ভারতীয় স্টেট ব্যাংকের নতুন দুর্দান্ত স্কিম। সঞ্চিত টাকার ম্যাচিউরিটি এর সাথে পাবেন আরো বিশেষ কিছু সুবিধা

SBI New Scheme 2025: নতুন বছরের শুরুতেই দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা State Bank of India নিয়ে চলে এসেছে তার গ্রাহকের জন্য নতুন 2টি দুর্দান্ত প্রকল্প। যার নাম হল –
1.Har Ghar Lakhpati RD Scheme
2.SBI Patterns FD Scheme ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ভারতীয় স্টেট ব্যাংকের এই নতুন দুটি স্কিম সম্বন্ধে সমস্ত রকম বিস্তারিত তথ্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Har Ghar Lakhpati RD Scheme এর বিশেষ বৈশিষ্ট্য :

  • এটি এক ধরনের Pre Calculated Recaring Deposit স্কিম, যেটি পরিচালনা করছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
  • এই স্কিমের আওতায় গ্রাহকেরা 1 লক্ষ টাকা কিংবা তার গুণিতকে টাকা জমা করতে পারবে।
  • এই নতুন স্কিমটি সঞ্চয় এর অভ্যাস গড়ে তোলার জন্য মূলত তৈরি করা হয়েছে এবং দ্রুত আর্থিক পরিকল্পনা তৈরি করতেও একটি বিশেষ সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে।
  • এই স্কিমের সবথেকে বড় সুবিধা হল এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই নয়, এর পাশাপাশি নাবালক এবং নাবালিকারাও এতে বিনিয়োগ করতে পারবে।

Read More: গ্রাজুয়েশন পাশে অ্যাকাউন্টেন্ট নিয়োগ

SBI Patterns FD Scheme এর বিশেষ বৈশিষ্ট্য :

  • এটি হলো ভারতীয় স্টেট ব্যাংকের দ্বারা পরিচালিত একটি ফিক্সট ডিপোজিট স্কিম।
  • এই টিমে তুলনামূলকভাবে সুদের হার বেশি প্রদান করা হয়।
  • এই চিমটি কিন্তু নাবালিকা বা নাবালকদের জন্য নয়, মূলত 80 কিংবা তার বেশি বয়সের প্রবীর নাগরিকদের জন্য এটি তৈরি করা হয়েছে।
  • এই স্কিমে বর্তমান ও নতুন এফডি বিনিয়োগকারীরা অংশ নিতে পারবে।

এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ স্কিম রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে। যার নাম হল SBI V-Care Deposit । এই নতুন স্কিনটারও কিন্তু রয়েছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য। সেগুলি হলো –

  • এই চিমটির মেয়াদ হয় সাধারণত 5 থাকে 10 বছরের মধ্যে।
  • এই স্কিমিং সুদের হার হল 7.5% ।
  • এটি শুধুমাত্র প্রবীর নাগরিকদের জন্যই বানানো।

গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা :

SBI এর তরফ থেকে এই নতুন স্কিম গুলি শুধুমাত্র বিনিয়োগের মুনাফা নয়, এর পাশাপাশি আর্থিক সুরক্ষা দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যতে। বিশেষত প্রবীর নাগরিক এবং তরুণ বিনিয়োগকারীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment