sarkari chakri:

Pension Scheme: কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে চাকরি ছাড়াই পাওয়া যাবে পেনশন। দেখে নিন কি সেই প্রকল্প

Pension Scheme: সম্প্রতি ভারত সরকার নতুন একটি সার্বজনীন পেনশন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। যেটা সমস্ত ভারতীয় নাগরিকদের আর্থিক নিরাপত্তা প্রদানের সহায়তা করবে এবং বিশেষ করে বলতে গেলে যারা অসংগঠিত ক্ষেত্রে চাকরি করছে বা চাকরি করছেই না তাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্রকল্পটি মূলত স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক হবে, যার অর্থ যে কেউ তাদের পেশা বা কর্মস্থানে অবস্থা নির্বিশেষে এখানে যোগ দিতে পারবেন। সুতরাং কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি দেশের সমস্ত দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের কাছে অত্যন্ত সুবিধাদায়ক ও কাজের যে হতে চলেছে সে কথা বলায় বাহুল্য।

তাহলে এখন জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই কারা কারা কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন ? আবেদনকারীর বয়স কি কি হতে হবে ? কি কি সুবিধা পাওয়া যাবে এই নতুন প্রকল্প ?, চিন্তার কোনো কারণ নেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই প্রতিবেদনেই আলোচনা করেছি আপনাদের জন্য। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

Read More: ভূমি রাজস্ব দপ্তরে ক্লার্ক ও আমিন নিয়োগ

কে কে কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করতে পারবেন ?

এই প্রকল্পটি মূলত সংগঠিত খাতের বাইরে কর্মরত ব্যাক্তিরা, কৃষকরা, ক্ষুদ্র যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তারা, অথবা কুটির শিল্প নিয়ে কাজ করা ব্যক্তিরা। এছাড়াও আপনি যদি কোন নির্দিষ্ট পেশাতে যুক্ত না থাকেন তবুও আপনি এই প্রকল্প থেকে সুবিধা পেতে পারেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এখানে আবেদন করে ফেলতে হবে।

নতুন এই কেন্দ্রের সার্বজনীন প্রকল্পটির মূল বৈশিষ্ট্য ?

  • এখানে 18 থেকে 60 বছর বয়সী যে কোনো ব্যক্তি আবেদন করে ফেলতে পারবেন।
  • এই প্রকল্পটি কোনো নির্দিষ্ট চাকরি বা ব্যাবসার জন্য সীমাবদ্ধ করা হয়নি সরকারের তরফ থেকে। সুতরাং এটি সংগঠিত এবং অসংগঠিত খাতির নাগরিক সহ সকল নাগরিককে অন্তর্ভুক্ত করার জন্য তৈরি করা হয়েছে।
  • মূলত এই প্রকল্পে আবেদন করার পর যখন আপনার 60 বছর হয়ে যাবে তখন আপনি এই প্রকল্পের অধীনে পেনশন পেয়ে যাবেন প্রতি মাসে।

কেন্দ্রের অন্যান্য প্রকল্পগুলি সঙ্গে এটি যৌথভাবে কাজ করবে :

কেন্দ্র সরকারের এই সার্বজনীন পেনশন প্রকল্পের সাথে বর্তমানে বিদ্যমান রয়েছে এমন কয়েকটি কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প একত্রিকরণ করা হবে, যাতে এই নতুন প্রকল্পটির কাজ আরো সহজ সরল হয় এবং দেশের সকল শ্রেণীর মানব এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। মূলত কেন্দ্রের নিচে উল্লেখিত সমস্ত প্রকল্পগুলি সঙ্গে এই প্রকল্পটি যৌথভাবে কাজ করতে চলেছে –

  • প্রধানমন্ত্রীর শ্রম যোগী মানধন যোজনা (PMSYM)
  • জাতীয় পেনশন ব্যবস্থা (NPS)
  • প্রধানমন্ত্রী বণিক মানধন যোজনা (PMVYMY)
  • প্রধানমন্ত্রী সবলম্বন যোজনা (NPS-Lite)
  • অটল পেনশন যোজনা (APY)
  • প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা (PMKMY)

এখানে আমরা আর একটা বিশেষ কথা উল্লেখ করছি যে, যেহেতু ভারতবর্ষের প্রায় সমস্ত জনসংখ্যার 90% মানুষ অসংগঠিত খাতে কাজ করে এবং তাদের কোন পেনশন বা অবসরকালীন কোনো রকম সঞ্চয় নেই বললেই চলে। যার ফলে এই সমস্যাটি সমাধানের জন্য এবং অবসর গ্রহণের সময় এই কর্মীদের অর্থনৈতিক সুরক্ষার প্রদানের জন্য নতুন সর্বজনীন পেন প্রকল্প চালু করা হচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment