Homeguard Police Recruitment: শুধুমাত্র একটা সরকারি চাকরি পাবার জন্য এখনো রাজ্যের প্রচুর বেকার যুবক-যুবতীরা দিনরাত্রি এক করে খেটে চলেছেন। কিন্তু রাজ্যে সরকারি চাকরির এখন যে অবস্থা এবং দুর্নীতি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে রাজ্যে নিয়োগে, তার ফলে চাকরি পাওয়ার মনোবল ভেঙে যাচ্ছে প্রায়শি রাজ্যের বেকার যুবক-যুবতীদের।
এদিকে আবার পুলিশ বিভাগের দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে রাজ্যের তরফ থেকে। তাছাড়াও কলকাতা পুলিশের থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যতা পুলিশের অভাবে বেজায় সমস্যায় পড়েছে এখন বর্তমানে। যার ফলে 2023-24 অর্থবর্ষে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু তখন হোমগার্ড পদে কোন নিয়োগ করা হয়নি। তাই এবার হোমগার্ড পদে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।
হোমগার্ড পদের নিয়োগ হবে যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের :
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গত সোমবার অর্থাৎ 03.03.2025 তারিখে কলকাতার নবান্ন ভবন থেকে কলকাতার পুলিশ কমিশনার কে হোম গার্ড নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র বা নোটিশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আলোচনায় সিদ্ধান্ত নেওয়ার নতুন 500টি হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে।
Read More: ভারতীয় স্টেট ব্যাংকে 1200 টি শূন্যপদে কর্মী নিয়োগ
অর্থাৎ 10% বাদ দিলে মোট 450টি শূন্য পদে হোমগার্ড পদকনিয়োগ করা হবে রাজ্যের বেকার যুবক-যুবতীদের। যার ফলে এই নিয়োগ প্রক্রিয়া একদিকে যেমন রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতী চাকরিপ্রার্থীদের কাছে আশার আলো এনেছে ঠিক তেমনি সিভিক ভলেন্টিয়াদের কাছেও আরো উচ্চতর পদে চাকরি করার এটা দুর্দান্ত সুযোগ হয়ে এসেছে।
কলকাতা পুলিশ তৎপর হয়ে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে :
নবান্নের তরফে ছাড়পত্র মিলতেই হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ইতিমধ্যে একটি এনরোলমেন্ট কমিটি করতে চলেছে। যেখানে যোগ্যপ্রার্থীদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে প্রথমে, কিন্তু সংরক্ষিত সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এই লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে আপনি পাস হবেন সেটা সম্বন্ধে কোনরকম অফিশিয়াল তথ্য এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।
কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে সেটা কনফার্ম হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে তাই এবার একটা বড় পদক্ষেপ নিতে চলেছে লালবাজার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো, 2024 সালের জানুয়ারি মাসে ভাঙ্গরে হিংসা দূর করতে রাতারাতি সেই এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিল কলকাতা পুলিশ।
যার ফলে সেখানে কলকাতা পুলিশের ক্ষমতা ভক্ত এলাকা 324 বর্গমাইল থেকে বেড়ে গিয়ে 530 বর্গমাইল পর্যন্ত হয়েছিল। সেক্ষেত্রে আরো দরকার পড়ে পুলিশের সেখানে। তার ওপর আবার চলতি বছরে নরেন্দ্রপুর থানা ভেঙে আরো দুটি নতুন থানা কলকাতা পুলিশে যুক্ত সম্ভাবনা রয়েছে, যার ফলে নতুন থানাতে শূন্য পদের অভাব মেটাতে নতুন করে হোমগার নিয়োগের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ইতিমধ্যেই নবান্ন।

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.