sarkari chakri:

কেন্দ্র সরকার রাজ্যে বরাদ্ধ করলে 699 কোটি টাকা, কোথায় কোথায় বরাদ্দ হবে সেই টাকা ? দেখে নিন

সম্প্রতি পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ এলাকার উন্নয়ন ঘটানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে 699 কোটি টাকা আর্থিক অনুমোদন বরাদ্দ করা হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ নিয়ে টানাপোড়ন চালালেও এবার রাজ্যের 21টি জেলা পরিষদ, 326টি পঞ্চায়েত সমিতি এবং 3220টি গ্রাম পঞ্চায়েতে এই 699 কোটি টাকা উন্নয়নের জন্য দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্রামাঞ্চলের পরিকাঠামো ও সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে কিভাবে এই অর্থ খরচা হবে, তার একটা বিস্তারিত তথ্য ইতি মধ্যেই স্পষ্ট করে দিয়েছে নবান্ন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় সেই টাকা বরাদ্দ করা হবে ? সেই সব বিস্তারিত তথ্য এবার দেখে নিন এই প্রতিবেদনেই।

কেন্দ্র সরকারের অনুমোদনের রাজ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস :-

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গে গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য 699 কোটি টাকা বরাদ্দ করেছে। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ও বহুবার অভিযোগ করছিল যে, কেন্দ্র সরকার নাকি এ রাজ্যের জন্য একাধিক প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে। যেমন ধরুন 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং আবার যোজনার অর্থ দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

কিন্তু এইসবের পরেও হঠাৎ করে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের জন্য কেন্দ্রীয় অনুমোদনের ঘোষণা হওয়ার কথা শুনতেই রাজ্য সরকার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কেন্দ্র সরকারের বরাদ্দ করা সেই টাকা রাজ্যে খরচ চা হবে বিভিন্ন রকম খাতে ।

কেন্দ্রের অনুমোদন কোন কোন খাতে খরচা করবে রাজ্য ?

কেন্দ্রীয় ভারত সরকারের দ্বারা দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে 699 কোটি টাকা গ্রামীণ উন্নয়নমূলক কাজের বিভিন্ন ক্ষেত্রে খরচা করা হবে, সেগুলি হলো –

  • গ্রামীণ সমাপ্ত এলাকাগুলিতে চৌচালয় নির্মাণ এবং পানীয় জল সরবরাহের পরিকাঠামো উন্নয়ন ব্যয় করতে স্যানেটেশন প্রকল্প স্থাপন করবে রাজ্য।
  • রাজ্যের সমস্ত গ্রামীণ অঞ্চলের অভ্যন্তরীণ ও রাস্তাঘাট চমৎকার এবং সম্প্রসারণীয় ব্যবহার করা হবে এই অর্থ।
  • দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর্থিক সাহায্য করবে এই অর্থের মাধ্যমেই রাজ্য সরকার।
  • রাজ্যের সমস্ত পঞ্চায়েত গুলিকে আরো বেশি স্বনির্ভর করার উদ্দেশ্যে প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য এই অর্থ ব্যবহার করা হবে।

কেন্দ্রের নির্দেশ রাজ্য যেন দ্রুত এই টাকা কাজে লাগায় ?

প্রতিবছরের ন্যায় এ বছরেরও অর্থ কমিশনের তরফ থেকে 2 বার অনুদান বরাদ্দ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও রাজ্য সরকার সেটা করেছে। এদিকে আবার কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলেছে আমাদের দেওয়া টাকা যেন তারা যতটা দ্রুত সম্ভব কাজে লাগাই, সেই নির্দেশ মেনেই রাজ্য সরকার রাজ্যের সমস্ত সংশ্লিপ্ত জেলা ও পঞ্চায়েতগুলিকে এই অর্থ দ্রুত কাজে লাগানোর অনুমোদন দিয়ে দিয়েছে। এই বরাদ্দ করা টাকা পেয়ে গ্রাম পঞ্চায়েতগুলি স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রে দেওয়া এই অনুদান যথাযথভাবে কাজে লাগানো হলেই গ্রামীণ পরিকাঠামো আরো বেশি উন্নত হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment