sarkari chakri:

Pan Card 2.0: অতীত হতে চলেছে প্যান কার্ড। সরকারের এই নতুন প্যান 2.0 বানিয়ে ফেলুন এখনই

Pan Card 2.0 : ভারত বর্ষ এখন ডিজিটাল যুগে যাওয়ার একদম স্বর্ণযুগে এসে পৌঁছেছে। সেই সঙ্গে দেশের প্যান কার্ড ব্যবস্থাতেও এসেছে আমূল পরিবর্তন। কেননা ভারত সরকার চালু করেছে নতুন প্যান 2.0, যেটা দেশের সমস্ত পর্দা তাদের জন্য আরও নিরাপদ এবং উন্নত ডিজিটাল ব্যবস্থা প্রদান করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তাহলে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই, কি এই প্যান 2.0 ? কিভাবেই বা এখানে আবেদন করতে হবে ? আবেদন করার জন্য কি কি প্রয়োজন ? প্রতিদিন নানা প্রশ্ন। তাহলে চিন্তার কোন কারণ নেই সমস্ত বিস্তারিত আলোচনাটি আমরা এই প্রতিবেদনেই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

প্যান কার্ড 2.0 আসলে কি ?

কেন্দ্রীয় সরকারের এই নতুন প্যান কার্ড 2.0 হলো, একটি Unified Digital Portal । যেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ভারত সরকারের সিস্টেমের দ্বারা পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে প্যান একটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে একত্রিত করা হবে। যার ফলে করদাতাদের জন্য পুরো কর ব্যবস্থা টি আরও সহজ এবং সহজলভ্য হয়ে উঠবে ভবিষ্যতে।

প্যান কার্ডের নতুন পদ্ধতিতে থাকছে Centralized Data Volt, যেটা আবার সমস্ত প্যান কার্ড 2.0 ব্যবহারকারী ব্যাক্তিদের সমস্ত রকম তথ্য আরও নিরাপদে সংরক্ষণ করে রাখবে নিজেদের ডেটাবেসে। পাশাপাশি এই নতুন কার্ড দিতে থাকছে একটি আধুনিক QR কোড এর সু ব্যবস্থা, যার মাধ্যমে অত্যন্ত দ্রুতগতি এর সাথে ভেরিফিকেশন ও অথেন্টিকেশন করা সম্ভব হয়ে উঠবে।

Read More: গ্রাজুয়েশন পাশে BSF CRPF ITBP নিয়োগ

কিভাবে আবেদন করতে হবে এই নতুন প্যান কার্ড 2.0 তে ?

ভারতবর্ষে যে সমস্ত ব্যক্তির ইতিমধ্যেই নরমাল প্যান কার্ড রয়েছে, তাদের আর আলাদাভাবে এই নতুন প্যান কার্ড 2.0 তে আবেদন করার প্রয়োজন নেই। তবে যদি নর্মাল প্যানকার্ড ধারী ব্যাক্তি QR কোড যুক্ত প্যান কার্ড 2.0 পেতে চাই, তাহলে তাকে অবশ্যই আবেদন করে সেটা সংগ্রহ করতে হবে। আর যে সমস্ত ব্যক্তিরা নতুন প্যান কার্ড বানাতে চান তারা প্রথমে NSDL কিংবা UTI প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে।

সেখানে গিয়ে নিজেদের যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস্ গুলোকে আপলোড করতে হবে। দিয়ে প্যান কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয়, সেটা পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে, কার্ড তৈরি করার সময় পরিচয় পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির প্রয়োজন পড়বে। ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যাংকের স্টেটমেন্ট, ইলেকট্রিক বিল, বাড়ি ভাড়া চুক্তিপত্র প্রয়োজন এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট কিংবা পাসপোর্ট প্রয়োজন।

কি কি সুবিধা রয়েছে এই নতুন প্যান কার্ড 2.0 এর ?

ভারত সরকারের এই নতুন প্যান কার্ড 2.0 এর রয়েছে বিভিন্ন রকম সুবিধা । সেগুলি হলো –

  1. এই নতুন কার্ডটিতে কার্ডের সত্যতা যাচাই করনের জন্য QR কোড এর ব্যবহার করা হয়েছে।
  2. পুরনো প্যান কার্ড ধারকদের জন্য নতুন কার্ড পেতে হলে অতিরিক্ত খরচ বহন করার প্রয়োজন পড়বে না।।
  3. তথ্য সংরক্ষণ করা হবে আরো সুরক্ষিত ও সেন্ট্রালাইজড ডেটা ভল্ট এর মাধ্যমে।
  4. প্যান কার্ডের কোনরকম তথ্য যদি কারেকশন বা সংশোধন করার প্রয়োজন পড়ে, তাহলে সেটাই নতুন পদ্ধতিতে আরও দ্রুত ও সহজ ভাবে হবে।
  5. পুরনো প্যান কার্ড ধারী এই কাঠ পেতে আলাদা করে কোনো আবেদন করতে হবে না।

সুতরাং আপনি ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক এবং প্যান কার্ডধারী ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে খুব শীঘ্রই ভারত সরকারের এই নতুন প্যান কার্ড 2.0 নিজের হাতে পেতে চলেছেন। আর যদি নতুন প্যান কার্ড এর জন্য আবেদন করতে ইচ্ছুক হন, শীঘ্রই আবেদন করে ফেলুন। আপনারা ইচ্ছে করলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের প্যান কার্ড বানিয়ে নিতে পারেন। যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন এর সঙ্গে হোয়াটসঅ্যাপে ডিএম করবেন, তাহলেই হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment