ESIC Job Recruitment 2025: ESIC তে গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ 47 টি

ESIC Job Recruitment 2025 : সম্প্রতি ESIC কলকাতা এর তরফ থেকে প্রকাশিত হয়েছে দুর্দান্ত একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করবে কলকাতা ESIC । এখানে আবেদন করতে পারবে আমাদের এই রাজ্যের যেকোনো জায়গা থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তারজন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য আপনাদের জন্য বিস্তারিত ভাবে আলোচনা করলাম, যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সুতরাং, মনোযোগ সহকারে অব্যশই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

নিয়োগকারী সংস্থা : ESIC Kolkata

পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত 10.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিতে যেখানে নিয়ম করা হবে সিনিয়র রেসিডেন্ট পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

সিনিয়র রেসিডেন্ট ক্লিনিক্যাল ও নন ক্লিনিক্যাল পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই MD / DNB / স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে।

Read More: পোস্ট অফিসের নতুন দুর্দান্ত স্কিম, বিস্তারিত জানুন

বয়সসীমা (Age Criteria) :

উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির প্রতিবেদন, মূলত তার জন্য যে সমস্ত সংরক্ষিত ট্রেনী প্রার্থনা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সেক ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

যে সমস্ত ব্যক্তিরা এখানে চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে 1,44,607 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 47টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে কলকাতা ESIC ।

আবেদন পদ্ধতি (Application Process) :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন অথবা করব বলে ভাবছেন। তাদের জন্য আমরা জানিয়ে রাখি যে, এখানে আলাদাভাবে কোনো রকম অনলাইন কিংবা অফলাইন আবেদনের প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর দিন অ্যাপ্লিকেশন ফর্ম ও প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ে এসে ইন্টারভিউ দিলেই হবে।

ইন্টারভিউ এর ঠিকানা (Interview Venue) :

Academic Block, 2nd Floor, ESI-PGUMER & ESIC Medical Collage, Kolkata

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

এখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী 18 এবং 19শে মার্চ তারিখে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

আগে বলা হয়েছে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় এখানে নেওয়া হবে না। সরাসরি কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনের তরফ থেকে ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের বেছে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment