স্বাস্থ্যসাথী কার্ড এর নতুন আপডেট: আপনার কাছে স্বাস্থ্য সাথী কার্ড থাকলে এখনই দেখে নিন

স্বাস্থ্যসাথী কার্ড এর নতুন আপডেট : আপনার পরিবারে কেউ কি স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসার সুবিধা গ্রহণ করেছেন ইতিমধ্যেই ? যদি করে থাকে তাহলে আপনার অবশ্যই জানা দরকার ঠিক কতটা পরিমাণে টাকা খরচ করেছেন আপনার কার্ডের ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর জনপ্রিয় স্বাস্থ্য বীমা প্রকল্পের যাবতীয় খরচের হিসাব দিয়ে দিয়েছেন। আর সেই হিসাব যখনই প্রকাশিত হয়েছে তার সঙ্গে সবাই বেশ অনেকটাই চমকে গিয়ে। কেননা বছরে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এই প্রকল্পের পেছনে এবং কোটি কোটি মানুষের প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাচ্ছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পের অধীনে মোট কত টাকা খরচ করা যায় ? তাহলে সেই প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

কতজনের নাম নথিভুক্ত রয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পে বর্তমানে ?

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখন বর্তমানে রাজ্যের প্রায় 8 কোটি 72 লক্ষ 57 হাজার 647 জন এই প্রকল্পের মাধ্যমে সুবিধা। রাজ্যের 2914টি হাসপাতাল বর্তমানে স্বাস্থ্য পাতিকার গ্রহণ করে চিকিৎসা সুবিধা প্রদান। এর পাশাপাশি রোগীরা দিনরাত 24 ঘন্টা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে এই ছবিটা উপভোগ করতে পারেন।

Read More: কন্যা সন্তানের বিয়ের জন্য সরকার দিচ্ছে এক লাখ টাকা

কত টাকা খরচ হয় স্বাস্থ্য সাথী প্রকল্পে প্রতিবছর ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে। এবার তাহলে দেখে নিন প্রতিবছর ঠিক কত পরিমান টাকা রাজ্য সরকার খরচ করছে এই প্রকল্পের মাধ্যমে। 2021-22 অর্থবর্ষে এই প্রকল্পের অধীনে মোট 2263 টাকা 1 লক্ষ 61 হাজার 939 টাকা খরচ করেছে, এটা আবার 2022-23 অর্ধবর্ষে এই প্রকল্পে মোট সেই টাকার পরিমাণ হয়ে দাঁড়িয়ে 2630 কোটি 56 লক্ষ্য 82 হাজার 694 কোটি টাকা।

যেই টাকার পরিমাণ আরো বেড়ে গিয়েছে 2023-24 অর্থবর্শে। ওই বছর মোট 2694 কোটি 64 লক্ষ 9 হাজার 631 কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সবথেকে আশ্চর্যজনক একটা ব্যাপার হল, 2023-24 অর্থবর্ষে মোট 21 লক্ষ্য 28 হাজার 834 জন মানুষ এই প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে।

কিভাবে সাধারণ মানুষের প্রকল্পের মাধ্যমে সুবিধা পান ?

স্বাস্থ্য সাথী কার্ড থাকলেই রাজ্যের নির্দিষ্ট কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায় সাধারণ মানুষের জন্য। প্রতিটি কার্ডে থাকে একটি বিশেষ হেল্পলাইন নম্বর যেখানে ফোন করলেই পাওয়া যাবে এই সাহায্য। এছাড়াও এই কার্ডের মাধ্যমে রয়েছে একাধিক সুবিধা, সেগুলি হল – বিনামূল্যে চিকিৎসা সুবিধা, সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ও অস্ত্রপোচার, ক্যাশলেস পদ্ধতি যে চিকিৎসার খরচ মেটানো এবং জরুরি অবস্থায় চিকিৎসার সুবিধা।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment