আয়ুষ্মান ভারত জন আরোগ্য প্রকল্প 2025: কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রকল্পে, বিস্তারিত জানুন

আয়ুষ্মান ভারত জন আরোগ্য প্রকল্প 2025 : ভারত সরকার কয়েক বছর আগে চালু করেছিল আয়ুষ্মান ভারত জন আরোগ্য নামক একটি যোজনা। যেটি মূলত দেশের অর্থনৈতিক পিছিয়ে পড়া পরিবারের জন্য চালু করা হয়েছে যাতে তারা সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের তরফ থেকে চিকিৎসা পরিষেবা পেতে পারেন বিভিন্ন হাসপাতালের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্য সরকার 70 বছর বা তার বেশি বয়সী সমস্ত বয়স্ক নাগরিকের জন্য হাই নির্বিশেষে এই কর্মসূচি সম্প্রসারণ করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যে প্রকল্পের অধীনে থাকা পরিবার ও প্রবীণ নাগরিকদের 5 লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি কি যোগ্যতা প্রয়োজন এই প্রকল্পে আবেদন করার জন্য ? কিভাবে আবেদন করতে হবে এখানে ? ইত্যাদি। তাহলে চিন্তার কোন কারণ নেই আমরা এই প্রতিবেদনে যে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনাদের জন্য। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক সমস্ত বিষয়টা।

আয়ুষ্মান ভারত জন আরোগ্য প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ?

আপনি যদি ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 70 বছর কিংবা তার বেশি হয়, তাহলে আপনি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান CAPF অথবা ECHS এর মত সরকারি প্রকল্পের অংশ হয়ে থাকেন। তাহলে আপনি সম্পূর্ণভাবে এই প্রকল্পটির সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়া হয় দেশের প্রবীণ নাগরিকদের, সেগুলি হল –

  • চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ।
  • হাসপাতালে ভর্তি হওয়ার তিনদিন আগের চিকিৎসা সেবা।
  • ঔষধ ও অন্যান্য চিকিৎসার জিনিসপত্র।
  • চিকিৎসায় চলাকালীন খাদ্য পরিষেবা
  • এছাড়াও যদি চিকিৎসা ইমপ্লান্টেশন পরিষেবা দরকার সেটিও দেওয়া হবে।
  • চিকিৎসা চলাকালীন খাদ্য পরিষে
  • ডায়াগনস্টিক এবং ল্যাবরেটরি পরীক্ষা
  • হাসপাতালে ভর্তির আবাসন ও সমস্ত চিকিৎসার সময়ের জটিলতা গুলোর পরিষেবা
  • এছাড়াও থাকছে হাসপাতাল থেকে ছুটি হওয়ার 15 দিন পর্যন্ত ফলো-আপের সুবিধা।

Read More: ESIC তে গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগ

কেন্দ্রের এই স্বাস্থ্য পরিসেবার কার্ডে কিভাবে আবেদন করবেন ?

এখানে আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে। তার জন্য প্রথমে চলে যেতে হবে আয়ুষ্মান যোজনা অফিসিয়াল ওয়েবস। সেখানে আপনার আধার কার্ড অথবা বিবেচনকার্ড PMJAY কিয়স্কে নিয়ে যেতে হবে। তারপর পারিবারিক পরিচয় পত্র যেমন রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ৩ দিয়ে আপনার যোগ্যতা নিশ্চিত করতে হবে। তারপর সমস্ত কিছু যাচাই করে অন্যান্য AB-PMJAY আইডি বরাদ্দ করতে হবে। এসে AB-PMJAY আইডি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে আপনার এই কার্ড প্রিন্ট করতে হবে এবং এরপর থেকে আপনি বাস্ত বীমা প্রকল্পের সুবিধা গুলি সমস্ত কিছু বিনামূল্যে অ্যাকসেস করতে পারবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment