NABARD Student Internship Scheme : জাতীয় কৃষি দপ্তরে ইন্টার্নশিপ প্রোগ্রাম । যোগ্যতা – মাধ্যমিক পাস

NABARD Student Internship Scheme 2025-26 : এবার বেকার যুবক-যুবতীদের জন্য আবারো নতুন একটি চাকরির প্রশিক্ষণ করে দিচ্ছে কৃষি দপ্তর। শুধু তাই নয় এ পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে চাকরির প্রশিক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে মাসিক বাতাও দিচ্ছে জাতীয় কৃষি দপ্তর কর্তিক। যার ফলে দেশের সমস্ত বেকার যুবক-যুবতীরা উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে ভারতের যেকোনো প্রান্ত থেকে আবেদন করে এবং নিচের ক্রাইটেরিয়া অনুযায়ী চাকরিতে নিযুক্ত হতে পারছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষি দপ্তরের নতুন উদ্যোগের ফলে আশা করা হচ্ছে প্রচুর কর্মসংস্থান হবে আমাদের এই দেশে। তার জন্য যে সমস্ত ব্যক্তিরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা আমাদের এই প্রতিবেদনটি পড়ে খুব সহজেই এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করতে পারেন। কেননা আমরা এই প্রতিবেদনে উল্লেখিত প্রি ট্রেনিং অথবা ইন্টারসিপ সমন্বিত যাবতীয় সমস্ত রকম তথ্য বিস্তারিত আলোচনা করেছি। যেটা পড়ে আপনারা খুব সহজে এখানে আবেদন করে ফেলতে পারবেন।

পোস্ট তারিখ (Post Date) :

উল্লেখিত বিজ্ঞপ্তিটি অফিশিয়ালি প্রকাশিত হয়েছে গত 25.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

এখানে আবেদনকারী ব্যক্তিদের নিয়োগ করা হবে মোট দুই ধরনের ইন্টার্ন পদে। সেগুলি হলো –

  • RO/TE
  • HO

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

উল্লেখিত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি একবার দেখে নিন।

Read More : সাইন্সসিটি তে কর্মী নিয়োগ

বয়সসীমা (Age Limit) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 18,000 টাকা বেতন দেয়া। এর পাশাপাশি ফিল্ড ভিজিট অ্যালাইন্স হিসেবে দেড় থেকে ২০০০ টাকা এবং যাত্রার ধড়াবো 6000 টাকা দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

প্রচুর শূন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য আবেদনকারী প্রার্থ NABARD এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপর সেখানে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। তারপর সেখানে সমস্ত কিছু একবার ভেরিফাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে দিলেই আপনারা আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এক্ষেত্রে যে সকল প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন সে সমস্ত প্রার্থীদের যাচাই করা হবে তাদের প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করি। অর্থাৎ আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন লেভেলের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে এবং পরবর্তীকালে সেই মেরিট লিস্ট পদে অনুযায়ী ইন্টার্ন পদে নিযুক্ত করা হবে আবেদনকারী প্রার্থীদের।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে আগামী 07.04.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment