sarkari chakri:

“কলকাতা পুলিশে” সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে LDC নিয়োগ

Kolkata Police LDC Recruitment : কলকাতা পুলিশ রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে এলো আবারো একটি নতুন সুখবর। তারা এবার শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে বিভিন্ন ধরনের পদে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। যেখানে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক নজরে

রাজ্যের সমস্ত জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে। যারা এতদিন ধরে ভাবছিলেন কলকাতা পুলিশের হয়ে কাজ করবেন তাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ হয়ে যেতে পারে, নিজেদের স্বপ্ন পূরণ করার। সুতরাং, দেরি না করে আজকের আমাদের উল্লেখিত এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণটা পড়ে নিন, তাহলে আমরা আশা করছি আপনাদের এখানে আবেদনের ক্ষেত্রে বিন্দুমাত্রও অসুবিধা হবে না।

পোস্ট তারিখ (Post Date) :

কলকাতা পুলিশের তরফ থেকে উল্লেখিত এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 25শে নভেম্বর 2024 তারিখে।

Elegibility Criteria Kolkata Police LDC Recruitment :

পদের নাম (Posts Name) : Kolkata Police LDC Recruitment :

কলকাতা পুলিশের তরফ থেকে এখানে মূলত 4 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, এগুলি হলো –

  1. Lower Division Assistant
  2. Motor Mechanic
  3. Machine Man এবং
  4. Compositor

বয়সসীমা (Age Criteria) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

মূলত উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে এখানে চাকরিপ্রার্থীদের এই উল্লেখিত পদগুলিতে নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই একবার অফিশিয়াল যে নোটিশ প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে সেটা পড়ে নিতে পারেন।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে যে সমস্ত ব্যক্তিরা নিযুক্ত হবেন, তাদেরকে প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে শূন্যপদের সংখ্যা হল সর্বমোট 17টি।

Read More : “Stenographer” নিয়োগ করছে NIA

How to Apply Kolkata Police LDC Recruitment :

আবেদন পদ্ধতি (Application Process) :

কলকাতা পুলিশের যে 4 ধরনের পদে নিয়োগ করা হবে, সেখানে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে । তার জন্য কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার ফর্ম ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহকারে কোনো রকম ভুলভ্রান্তি না করে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর চাকরি প্রার্থীদের যেদিন ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে সেদিন ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

এখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 29শে নভেম্বর 2024

ইন্টারভিউ নেওয়া হবে (Interview Place) :

এখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে –

Chambar of Joint Commissioner of Police (O), Kolkata, 18, Lalbazar Street, Kolkata – 700001

অফিসিয়াল নোটিশডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইটভিজিট করুন

Read More : AIASL Recruitment 2024

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment