BECIL তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ: BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে BECIL । পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে পুরুষ ও মহিলা উভয়ই এখানে চাকরির আবেদন জানাতে পারেন, কিন্তু প্রার্থীকে হতে হবে অবশ্যই একজন ভারতীয় নাগরিক । যে সমস্ত চাকরি প্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানতে পারেন।
BECIL তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
বিজ্ঞাপন নং: BECIL/HRMS/AIIA/Advt.2023/384
পোস্ট তারিখ: 04.10.2023
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে: এখানে সম্পূর্ণ ভাবে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের। আবেদনের জন্য চাকরি প্রার্থীর একটি বৈধ্য মোবাইল নং ও ইমেইল আইডি লাগবে। এছাড়াও লাগবে তার সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।
আবেদন পদ্ধতি: প্রথমে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ careers selection এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত নথি গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে আবেদন মূল্য পেমেন্ট করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না।
কোন সংস্থা নিয়োগটি করছে: Broadcast Engineering Consultant India Limited.
মোট শূন্যপদ: 128টি
কোন কোন পদে নিয়োগ করা হবে: এখানে 24 ধরনের পদে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, যথা:
- Medical Officer
- Staff Nurse
- Lab Technician
- Ward Attendant
- Radiology Technician
- Pharmacist
- Dresser
- Panchkarma Technician
- OT Assistant
- Gardner
- MTS
- Driver
- Yoga Therapist
- Physiotherapist
- Data Entry Operator
- IT Assistant
- Panchkarma Attendant
- Lab Attendant
- Biomedical Engineer
- Public Relationship Officer
- Personal Secretary to Dean
- Assistant Library Officer
- Museum Keeper
- Optometrist.
শিক্ষাগত যোগ্যতা: উপরিয়ক্ত প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকমের চাওয়া হয়েছে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
বেতনক্রম: মাসিক বেতনে রয়েছে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা, বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
বয়সসীমা: 2023 সালের হিসেবে প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য: OBC,UR এবং মহিলাদের জন্য 885 টাকা ও বাকী সমস্ত ধরনের প্রার্থীদের জন্য 531 টাকা আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: 19.10.2023
অফিসিয়াল নোটিশ: Download Now
অনলাইন আবেদন: Click Here
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরও পড়ুন: AIIMS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ