sarkari chakri:

গ্রাজুয়েশন পাশে Union Bank of India তে কর্মী নিয়োগ শূন্যপদ : ৬০৬ টি

Union Bank of India তে গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগ:- Union Bank of India এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ভারতীয় ইউনিয়ন ব্যাংক। পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য।চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Exam Preparation
Join Our Facebook Group

Union Bank of India তে গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগ

   Union Bank of India তে গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগ

গ্রাজুয়েশন পাশে Union Bank of India তে কর্মী নিয়োগ

এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Union Bank of India এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আপনাদের সুবিদার্থে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এখানে আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞাপন নং:- সঠিক ভাবে উল্লেখ্য নেই

পোস্ট তারিখ:- 03.05.2024

কোন সংস্থা নিয়োগটি করছে:- Union Bank of India

কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে:- এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয়পত্রের সমস্ত ডকুমেন্টস,পূর্ববর্তী কাজের সার্টিফিকেট, বৈধ্য মোবাইল নং, ইমেইল আইডি, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি লাগবে।

আবেদন পদ্ধতি:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে ইউনিয়ন ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট এ যাওয়ার পর নিজের রেজিস্ট্রেশনটি করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্মটি পুরন করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

মোট শূন্যপদ:- 606টি

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের মোট 21 ধরনের পদে নিয়োগ পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো:-

1.Chief Manager IT (Solution Architect)

2.Chief Manager IT (Quality Assurance Lead)

3.Chief Manager IT (IT Service Manager Expert)

4.Chief Maneger IT (Agile Methodologies Specialist)

5.Senior Manager IT (Application Developer)

6.Senior Manager IT (Reporting & ETL Specialist, Monitoring and Logging)

7.Senior Manager (Risk)

8.Senior Manager (Chartered Accountant)

9.Senior Manager IT (DevSecOps Engineer)

9.Senior Manager IT (DevSecOps Engineer)

10.Manager IT (Front End/Mobile App Developer)

এছাড়াও বাকি পদগুলি সমন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা:- এখানে প্রতিটি পদে জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থেকে এখানে আবেদন করা যাবে কিছু পদের ক্ষেত্রে। বিস্তারিত জানতে নোটিশ দেখুন।

বয়স:- আবেদনকারী প্রার্থীদের বয়স 20 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

বেতন:- প্রতিটি পদের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ধরনের বেতন ক্রমাঙ্ক। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন।

প্রার্থী বাছাই পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের একটি 200 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:- General,EWS,OBC প্রার্থীদের ক্ষেত্রে 850 টাকা এবং SC,ST প্রার্থীদের ক্ষেত্রে 175 টাকা আবেদন মূল্য হিসেবে এখানে ধার্য্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:- 23.02.2024

অফিসিয়াল নোটিশ

অফিসিয়াল ওয়েবসাইট

অনলাইন আবেদন

আরও পড়ুন:- BDO অফিসে সুপারিনটেনডেন্ট নিয়োগ, মাসিক বেতন ১১০০০ টাকা

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment