ডিজিটাল PVC আধার কার্ড:- Unique Identification Authority of India বা UIDAI এর তরফ থেকে বেরিয়ে এলো নতুন একটি বড় নিউজ। সেই খবর অনুসারে বলা হয়েছে যে UIDAI এর তরফ থেকে, যে এবার থেকে আর ওই কাগজের আধার কার্ড ব্যবহার করতে হবে না। তার পরিবর্তে UIDAI দিচ্ছে নতুন ডিজিট্যাল আধার কার্ড। এই নতুন কার্ডটি হলো আধার ডিপার্টমেন্ট থেকে বানানো মজবুত,টেকসই,ওয়ালেটে বহনযোগ্য একটি কার্ড।
ডিজিটাল PVC আধার কার্ড
এই নতুন ডিজিটাল আধার কার্ডে থাকছে হলোগ্রাম সহ নাম, ঠিকানা, ফটো, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি ছাড়াও নিরাপদ কিউআর কোড। এই নতুন ডিজিটাল আধার কার্ড বাড়িতে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আধারের সঙ্গে যে মোবাইল নং লিংক থাকতে হবে তার কোনো মানে নেই। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলেও এটি বাড়িতে অর্ডার করা যাবে।
এই ডিজিটাল আধার কার্ড বাড়িতে অনলাইনের মাধ্যমে অর্ডার করার জন্য খুব বেশি সময় লাগবে না আপনাদের। আপনারা নিজের হাতে থাকা শুধুমাত্র ওই স্মার্টফোনটার মাধ্যমেই সেটি করতে পারবেন। এটি অবশ্য বাড়িতে কোনো ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমেও করা সম্ভব। তাহলে এবার দেখে নিন কিভাবে আধার কার্ড আপনারা আপনাদের বাড়িতে অর্ডার করবেন। এখানে আমরা 2 রকম পদ্ধতির মাধ্যমে এটি আপনাদের সামনে তুলে ধরবো।
আপনাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিংক থাকে তাহলে আপনাদের প্রথম পদ্ধতিটি অনুসরণ করতে হবে। এছাড়াও যদি সেটি না থাকে তাহলে আপনারা দ্বিতীয় পদ্ধতি অনুসারে আপনাদের ডিজিটাল আধার কার্ড বাড়িতে খুব সহজেই অর্ডার করে নিতে পারবেন। এবং কিছুদিন পর সেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে।
*ডিজিটাল PVC আধার কার্ড অর্ডার করার পদ্ধতি –
1.সবার আগে যে কোনো ব্রাউজারে গিয়ে Myaadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2.দিয়ে আধার নং এবং ক্যাপচা বসিয়ে otp এর মাধ্যমে লগইন করে নিতে হবে।
3.লগিন হয়ে গেলে Order PVC কার্ডে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
4.নেক্সট পেজে এসে যে 50 টাকা অর্ডার ফি লাগবে সেটা পেমেন্ট করে দিতে হবে।
5.পেমেন্ট হয়ে গেলে একটি অর্ডার রিসিভ পাবেন। সেটা ডাউনলোড করে রাখতে হবে। পরবর্তীতে সেটা সাহায্যে ওই অর্ডারের স্ট্যাটাস চেক করা যাবে।
*আধার কার্ডের সঙ্গে মোবাইল নং লিংক না থাকলে PVC আধার কার্ড অর্ডার করার পদ্ধতি:-
1.প্রথমে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে Google ওপেন করে নিন।
2.দিয়ে সার্চবারে গিয়ে টাইপ করুন myaadhaar.uidai.gov.in । তারপর Enter করুন।
3.সার্চ হলেই আপনারা প্রথমেই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
4.সেখান থেকে Order PVC Aadhar Card অপশনে ক্লিক করুন।
5.পরের পেজে গিয়ে আপনার আধার কার্ডের নম্বর সেখানে বসান এবং পাশে থাকা My Mobile No is Not Registered with Aadhaar বাটনে ক্লিক করুন।
6.পরবর্তী পেজে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেটি ওই পোর্টালে সাবমিট করে ভেরিফাই করে নিন।
7.নেক্সট পেজে 50 টাকা যে কোন মাধ্যম থেকে পেমেন্ট করে আপনার আবেদনটি সম্পন্ন করুন।
8.পেমেন্ট হয়ে গেলে একটি আপনারা অর্ডার রিসিভ কপি পাবেন। সেটাকে ডাউনলোড করে রেখে দিন। পরবর্তীতে সেই রিসিভ কপিতে থাকা SRN নম্বর দিয়ে আপনারা সেই আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
আরও পড়ুন:- SSC Scam 2016: যোগ্য চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী।
Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 1 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us